নিজস্ব সংবাদদাতা: ধারাবাহিক বেশিদিন ধরে চললে গল্পে মোড় আনার জন্য এগিয়ে দেওয়া হয় বেশ কিছু বছর। এরকম ছবি আগেও দেখা গিয়েছে বহু ধারাবাহিকের ক্ষেত্রে। এবার এই ছবি ফুটে উঠবে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'য়। এক ধাক্কায় বহু বছর এগিয়ে যাচ্ছে গল্প। 

 

 

বড় হয়ে যাবে 'সোনা','রূপা'। গল্প এগোবে এবার তাদের ঘিরে। কিছুদিন আগেই জানা গিয়েছিল টলিপাড়ায় পরিচিত মুখ দিতিপ্রিয়া রায়কে দেখা যেতে চলেছে 'রূপা'র চরিত্রে। এই চরিত্রের মাধ্যমে বহুদিন পর আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি। 

 

 

কিন্তু কাকে দেখা যাবে বড় 'সোনা'র চরিত্রে? তা নিয়ে দর্শকের মনে ছড়িয়েছিল কৌতুহল। সূত্রের খবর, এই চরিত্রে দেখা যাবে এক নতুন মুখ। মডেল সুকন্যা চক্রবর্তীকে দেখা যেতে চলেছে 'সোনা'র চরিত্রে। 

 

 

প্রসঙ্গত, 'অনুরাগের ছোঁয়া'র সর্বশেষ পর্বে দেখা গিয়েছে, বানের কারণে ভেসে গিয়েছে 'সূর্য'-'দীপা' ও 'সোনা'-'রূপা'। মাঝ নদীতে একটা খুঁটি ধরে কোনরকমে 'দীপা' আর 'সোনা'-'রুপা'কে ধরে রেখেছে 'সূর্য'। কিন্তু 'সূর্য'র হাত নিজেই ছেড়ে দেয় 'দীপা'। অন্যদিকে 'দীপা'কে হারিয়ে ভেঙে পড়ে 'সূর্য' এবং 'সোনা'-'রুপা' দু'জনকে একসাথে সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। ওই টালমাটাল অবস্থায় সূর্যের হাত ফসকে ছেড়ে যায় 'রুপা'র হাত। ভেসে যায় 'রুপা'। 'সূর্য' আর 'সোনা'র থেকে আলাদা হয়ে যায় 'দীপা' আর 'রুপা'। ধারাবাহিকের এই মোড় থেকেই শুরু হতে চলেছে নতুন গল্প। 

 

 

জানা যাচ্ছে, এইবার ধারাবাহিকের গল্প এগোবে দিতিপ্রিয়ার অভিনীত চরিত্র 'রূপা'কে ঘিরে। কিন্তু এখনই ট্র্যাক থেকে সরছে না 'সূর্য'-'দীপা'। ধারাবাহিকের নতুন মোড়ে তাদের দেখা যাবে সম্পূর্ণ নতুন লুকে।