সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩-এ শাহরুখ খানের 'ডাঙ্কি'র সঙ্গে টক্কর দিয়ে বক্স অফিসে মন্দ ব্যবসা করেনি 'সালার'। এ ছবির মাধ্যমে পায়ের তলায় জমি ফিরে পেয়েছিলেন প্রভাস। এরপর 'কল্কি ২৮৯৮ এডি' বিপুল সাড়া ফেলতেই হাঁফ ছেড়ে বেঁচেছেন এই দক্ষিণী তারকা। ফের চায়ের কাপের চর্চায় উঠে এসেছেন তিনি। 'কল্কি'র পরে একগুচ্ছ ছবির কাজও জমা হয়েছে তাঁর হাতে। এর মধ্যে সবথেকে বেশি যে ছবি নিয়ে আগ্রহ জমছে দর্শকের মনে তা হল 'স্পিরিট'।

বক্স‌ অফিসে 'অ্যানিম্যাল'-এর বিপুল সাফল্যর পাশাপাশি বিতর্কের ঝড় তোলার পর আগামী ছবি 'স্পিরিট'-এর ঘোষণা সেরেছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। জানিয়েছিলেন 'অ্যানিম্যাল'-এর থেকেও বেশি অ্যাকশন, বেশি রক্তপাত থাকবে এই ছবি জুড়ে। পাল্লা দিয়ে চরিত্ররাও হবে ততটাই ধূসর, নিষ্ঠুর। বলাই বাহুল্য, পরিচালকের ইঙ্গিত থেকেই স্পষ্ট 'অ্যানিম্যাল'-এর‌ থেকেও বেশি বিতর্কিত হতে চলেছে 'স্পিরিট'। এবং এই ছবিতেই মুখ্য ভূমিকায় হাজির হবেন প্রভাস। তাঁকে নাকি দেখা যাবে দ্বৈত ভূমিকায়। স্বভাবতই এ খবরে নড়েচড়ে বসেছিল দর্শক। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই জোরকদমে প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে 'স্পিরিট'-এর। নিজের হাতে সেসব তদারকি করছেন খোদ পরিচালক। সূত্রের খবর, ছবিতে প্রভাসের বিপরীতে নাকি দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী তৃষাকে। 

সেই সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, ছবির প্রযোজকেরা জোর আলোচনা সারছেন তৃষার সঙ্গে। 'স্পিরিট'-এর গল্প নাকি বেশ মনে ধরেছে অভিনেত্রীর। যদিও সইসাবুদের কাজ এখনও বাকি। 'স্পিরিট'-এর‌ নির্মাতাদের আশা, এই‌ প্রজেক্টর সঙ্গে তৃষা যুক্ত হলে তামিল ছবির বাজার দখল করতে আরও সুবিধা হবে 'স্পিরিট'-এর। ইতিউতি ফিসফাস শোনা যাচ্ছে, প্রায় ৩০০ কোটি টাকা বাজেটের এই অ্যাকশন থ্রিলারে আগাপাশতলা ধূসর চরিত্রে দেখা যাবে প্রভাসকে। 

 
অন্যদিকে, তৃষার ঝুলিতে এইমুহুর্তে রয়েছে মালায়ালম ছবি 'আইডেন্টিটি'। এই জমজমাট থ্রিলারে তাঁর বিপরীতে দেখা যাবে টোভিনো থোমাসকে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন মন্দিরা বেদী। প্রসঙ্গত, বলিউডেও অভিনয় করেছেন তৃষা। অক্ষয় কুমারের বিপরীতে 'খট্টা মিঠা' ছবিতে তৃষার অভিনয় প্রশংসিত হয়েছিল সমালোচক মহলে।

সবকিছু ঠিকঠাক আগামী বছর অর্থাৎ ২০২৫-এর জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে 'স্পিরিট'-এর শুটিং। ওই বছরেই বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা এই ছবির।