আজকাল ওয়েবডেস্ক: ব্রিসবেনে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে তুমুল বৃষ্টি। সেই কারণে ধুয়ে গেল সিরিজের শেষ ম্যাচ। ভারত সিরিজ জিতে নিল ২-১-এ।
বৃষ্টিতে ধুয়ে যাওয়া ম্যাচে নতুন মাইলফলক ছুঁয়ে ফেললেন অভিষেক শর্মা।
মাত্র ৫২৮ বলেই ১০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূর্ণ করে তিনি হয়ে গেলেন ইতিহাসের সবচেয়ে দ্রুততম ব্যাটার এই রেকর্ডে। এর আগে সূর্যকুমার যাদবের নাম ছিল শীর্ষে, যিনি ৫৭৩ বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ইংল্যান্ডের ফিল সল্ট (৫৯৯), অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৬০৪), আর ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও নিউজিল্যান্ডের ফিন অ্যালেন (৬০৯) এঁরা রয়েছেন প্রথম পাঁচে। ২৮ ইনিংসে ১০০০ রান পূর্ণ করে তিনি হলেন ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার।
এক ধাপ পিছিয়ে রয়েছেন বিরাট কোহলির (২৭ ইনিংস) পরেই। পিছনে ফেলেছেন কেএল রাহুল (২৯), সূর্যকুমার যাদব (৩১) এবং রোহিত শর্মাকে(৪০)। পাঞ্জাবের এই ২৪ বছর বয়সী ক্রিকেটার চলতি সিরিজের রান সংগ্রাহকের তালিকাতেও শীর্ষে রয়েছেন।
সেই অভিষেক শর্মা তাঁর ও শুভমান গিলের জুটি প্রসঙ্গে বলছেন, আমার আর শুভমানের জুটি বরফ আর আগুনের নয়। আগুন আর আগুন। শুভমান এদিন যেভাবে ব্যাটিং করল, তাতে বলতেই হবে আমরা দু'জনেই আগুন। আমি আর শুভমান অনূর্ধ্ব ১২ থেকে খেলছি। দু'জনের মধ্যে বোঝাপড়া ভাল। আমি জানি গিল কোন শট খেলতে চলেছে। আবার গিল জানে আমি কোন বোলারকে মারার টার্গেট করছি। কখনও কখনও শট নির্বাচনের ক্ষেত্রে আমাকে সাহায্য করে গিল। আমিও ওকে সাহায্য করি। আমাদের মধ্যে এমনই রয়াসন। আমরা খুব উপভোগ করি।''
