আজকাল ওয়েবডেস্ক: এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে প্রথমবার উঠল ইন্টার মায়ামি। 

‘বেস্ট অব থ্রি সিরিজের’ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলকে ৪-০ গোলে হারায় মায়ামি। জোড়া গোলের মালিক মেসি। অ্যাসিস্টও তাঁর। 

‘বেস্ট অব থ্রি’-র প্রথম ম্যাচে মায়ামি জিতলেও দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল নাশভিল। ফলে এদিনের ম্যাচ দুই দলের কাছেই ছিল ডু অর ডাই। বাঁচা-মরার ম্যাচে নাশভিলকে ছিটকে দিয়ে সেমিফাইনালে মায়ামি খেলবে সিনসিনাটির বিরুদ্ধে। 

এদিন ইন্টার মায়ামি প্রথমে এগিয়ে যায় ১০ মিনিটে। চার ডিফেন্ডারের পায়ের ভিড়ের মধ্যে শট নেন মেসি। সেই শট থেকে প্রথম গোল পায় মায়ামি। 

৩৯ মিনিটে দ্বিতীয় গোলটিও মেসিরই। তাঁর কেরিয়ারের ৮৯৪ নম্বর গোল এটি।

৭৩ ও ৭৬ মিনিটে মায়ামির হয়ে আরও দুটি গোল করেন তাদেও। এই ম্যাচেই ৪০০-তম অ্যাসিস্ট করে ফেলেন মেসি। 

গতবার এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল মায়ামি। এবার কনফারেন্স সেমিফাইনালে নামার কেবল অপেক্ষা।