নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ সাত বছরের প্রেমের পর গত বছর গাঁটছড়া বেঁধেছিলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর থেকেই নেটিজেনদের চর্চায় থাকেন বলি অভিনেত্রী। কিন্তু বারবার অভিনেত্রী নানা সাক্ষাৎকারে বুঝিয়েছেন যে তিনি ভাল আছেন। কিন্তু তারপরেও চর্চার জট কাটতে চায় না।
এই জুটির বিয়ে নিয়েও সমস্যা তৈরি হয়েছিল দুই পরিবারের মধ্যে। কিন্তু সব বাধা কাটিয়ে জয় হয়েছিল তাঁদের ভালবাসার। হিন্দু বা ইসলাম রীতি মেনে নয়, আইনি বিবাহ সেরেছিলেন সোনাক্ষী-জাহির। মেয়ের ভিন্নধর্মী বিয়েতে উপস্থিত ছিলেন বাবা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম। কিন্তু বোনের বিয়েতে দেখা যায়নি তাঁর দুই দাদা, লব ও কুশকে।
বলিপাড়ার অন্দরের খবর, জাহির ও সোনাক্ষির সম্পর্ক মেনে নিতে পারেননি বলেই নাকি শুভ দিনে সামিল হননি দুই ভাই। এরই মাঝে, লব ও কুশকে নিয়ে এক সাক্ষাৎকারে কথা বললেন অভিনেত্রী। সোনাক্ষীর দাবি, তাঁর দুই দাদা, তাঁকে খুব হিংসে করত।
ওই সাক্ষাৎকারে সোনাক্ষী জানান যে, তিনি বাড়ির সবচেয়ে ছোট এবং সবচেয়ে আদরের সন্তান ছিলেন। তিনি বেড়ে ওঠার সময় তাঁর বাবা শত্রুঘ্ন সিনহা এবং মা পুনম সিনহার কাছ থেকে প্রচুর ভালবাসা এবং স্নেহ পেয়েছেন। আর এগুলো দেখে হিংসে করতেন, লব ও কুশ। শুধু তাই নয়, সোনাক্ষীকে একা পেলে মারধরও করতেন তাঁরা। যদিও জাহিরের সঙ্গে বিয়ের পর দুই ভাইয়ের সঙ্গে মনোমালিন্য নিয়ে মুখ খোলেননি সোনাক্ষী।
