সংবাদসংস্থা মুম্বই: ১৯৬৪ সালে 'কাশ্মীর কী কলি' ছবির মাধ্যমে অভিনয় জগতে আসেন শর্মিলা ঠাকুর। এই ছবিতে শাম্মি কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী। 


সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী শাম্মি কাপুরকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন, "১৯৬৪ সালে শাম্মি কাপুর যেভাবে নাচের তালে এবং নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছিলেন, তা অনেক পরে শাহরুখ খান করেছেন। সেই সময় তারকাদের ভক্ত থাকত গোটা বিশ্বে। আজকের তারকাদের পরিচিতির থেকে যা অনেক গুন বেশি ছিল।"


শর্মিলা আরও বলেন, "অভিনয় জগতটা নিয়ে মাঝে মাঝে চিন্তা হয়। আজকাল অভিনেতারা শুধু টাকা কামানোর দিকে মন দিচ্ছেন। বেশ কয়েকদিন আগের কথা। আমি একটি বিজ্ঞাপন শুটিং করেছিলাম, তখন একজন মেকআপ আর্টিস্ট আমাকে বললেন, আজকাল অনেক অভিনেতা ভ্যানিটি ভ্যানের আকার নিয়ে প্রতিযোগিতা করছেন। কার ভ্যানিটি কতটা বড় হবে, সেই দিকেই মন দিচ্ছেন।"


প্রসঙ্গত, বর্ষীয়ান অভিনেত্রী বড়পর্দায় ফিরছেন 'আউথাউস' ছবির মাধ্যমে। ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। সুনীল সুখথানকার পরিচালিত এই সিনেমায় শর্মিলার সঙ্গে অভিনয় করেছেন মহন আগাশে, সোনালি কুলকার্নি, নীরাজ কবি ও সুনীল অভয়ঙ্কর।