সংবাদ সংস্থা মুম্বই: গ্যাংস অফ ওয়াসেপুর (পার্ট ১ ও ২) ভারতীয় ছবির জগতের এক অবিস্মরণীয় মাইলফলক। অনুরাগ কাশ্যপের পরিচালনায়, এই ছবির সিরিজ রাজনীতি, প্রতিশোধ, এবং দখলের অন্ধকার দুনিয়া তুলে ধরেছিল, যা ওয়াসিপুরের কয়লা মাফিয়া কেন্দ্রিক। বছরের পর বছর, ভক্তরা গুঞ্জন তুলে ফেলেছিল, ‘তৃতীয় পর্ব তো আসবে, নিশ্চয়ই আসবে!’ কিন্তু এবার সেই গুঞ্জনকে অবশেষে থামালেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। বললেন, “অনুরাগ এই ছবি বানাবে না। আমিও তাই থাকছি না, তাই ছবিটা হবে কীভাবে?”
সাক্ষাৎকারে যখন নওয়াজকে তৃতীয় পর্ব নিয়ে প্রশ্ন করা হয়, নওয়াজউদ্দিন একটুও সময় নষ্ট না করে সোজাসুজি জানিয়ে দেন, “অনুরাগ ওয়াসেপুর ৩ বানাবে না। আর আমি তাতে অভিনয়ও করব না।” তিনি আরও বলেন, “…আমি প্রতিদিন এমন প্রস্তাব পাই, কেউ বলে যে শুধু আমার চরিত্র ফয়জল খানকে কেন্দ্র করে একটা ছবি বানানো উচিত!”
অন্য এক সাক্ষাৎকারে, অনুরাগ কাশ্যপ গ্যাংস অফ ওয়াসিপুর ৩ তৈরির বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিলেন। স্পষ্টভাবে অনুরাগ বলেছিলেন, “আমি এখন নতুন গল্প বলতে চাই, ‘ওয়াসেপুর ইউনিভার্স’ তৈরি করা আমার উদ্দেশ্য নয়। সবকিছু এখন ইউনিভার্স বানানোর দিকে যাচ্ছে, কিন্তু আমি সেই ট্রেন্ডে যেতে চাই না।" মজা করে তিনি আরও বলেন, “যদি আমার চিকিৎসা করানোর জন্য প্রয়োজনই টাকাপয়সা ফুরিয়ে আসে তবে হয়তো ‘ওয়াসেপুর ৩’ বানানোর কথা ভাবব। শুধুমাত্র চিকিৎসার টাকা তুলতে!” মজার মনে হলেও, অনুরাগ কাশ্যপের এই মন্তব্যে অন্তর্নিহিত অর্থ কিন্তু পরিষ্কার।
‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর প্রথম ও দ্বিতীয় পর্বে অসাধারণ পারফরম্যান্স দিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী, মনোজ বাজপেয়ী, রিচা চাড্ডা দর্শক-সমালোচক মহলে হইচই ফেলে দিয়েছিলেন । তাঁদের অদ্বিতীয় অভিনয়ই ছিল এই ছবির শক্তি।
এদিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকী তার পরবর্তী সিনেমা "কোস্তাও"-এর জন্য প্রস্তুত। এটি ওটিটিতে মুক্তি পেতে চলেছে, যেখানে তাঁকে একজন সাহসী কাস্টমস অফিসারের চরিত্রে দেখা যাবে।
