সংবাদসংস্থা মুম্বই: কঠোর ডায়েট ও শরীরচর্চাই নাকি করণ জোহরের 'ফিট' থাকার মূল উপকরণ। দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন এনেছেন করণ। তবে নিজেকে 'ফিট' রাখতে গিয়ে কি দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন তিনি? সম্প্রতি, এমনই প্রশ্ন উঠে আসছে নেটপাড়ায়। 

 


করণের সঙ্গে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন কৌতুকাভিনেতা সময় রায়না। যেখানে করণের চেহারা নিয়ে আবারও শুরু হয়েছে চর্চা। ইনস্টাগ্রামে করণের সঙ্গে ছবি শেয়ার করে সময় লিখেছেন, ‘ভারতের সেরা প্রতিভাকে খুঁজে বের করেছেন এই মানুষটা।’ হালকা ধূসর রঙের পোশাকে সময়ের পাশে দাঁড়িয়ে ক্যামেরায় পোজ় দিয়েছেন করণ। এমন চেহারা দেখে আবারও সকলে প্রশ্ন তুলেছেন, সত্যিই কি অসুস্থ পরিচালক?

 

আরও পড়ুন: ছ'বছর ধরে যৌনপল্লীতে রাত কাটিয়েছেন! প্রকাশ্যে এল জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের গোপন কেচ্ছা

 

কেউ লিখেছেন, ‘আগেই তো ভাল ছিলেন। ওজন কমানো এবং অপুষ্টিতে ভোগা লোকেদের মতো দেখতে লাগলে কি খুব ভাললাগে মনে করেন?’ কারও মতে, ‘আশা করি আপনি সুস্থই আছেন। আপনার সন্তান রয়েছে, মা রয়েছেন। তাদের জন্য ভালো থাকার চেষ্টা করুন।’

 

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে করণের শারীরিক পরিবর্তন বার বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেরই দাবি, ওজন কমানোর ওষুধ খান করণ। যার জন্য এমন অবস্থা হয়েছে করণের। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি তিনি। 

 


এর আগে ‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচার হিসাবে সমাজমাধ্যমে লাইভ করেন প্রযোজক। অনন্যা পাণ্ডে-অক্ষয় কুমারের এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরও দেন কর্ণ। তখনই উঠে আসে তাঁর সাম্প্রতিক চেহারার কথাও। করণ সাফ জানান, কোনও ওষুধ খেয়ে ওজন ঝরাননি তিনি। বরং পরিশ্রম করেছেন।

 


তিনি বলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল তেমন কোনও ওষুধ খাইনি।” পাশাপাশি অনুরাগীরা তাঁর ভগ্ন স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ায় তাঁদেরও আশ্বস্ত করেছেন। এও বলেছেন, "আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি, এত হালকা অনুভব করিনি। যথাযথ উপায়েই আমি ওজন কমিয়েছি।” করণ জানিয়েছেন, তিনি রোজ সকালে লাফিয়ে ওঠেন, নতুন উদ্যমে কাজ শুরু করেন। আর তাই তিনি এখন দারুণ খুশি।