সংবাদসংস্থা মুম্বই: বলিউডের 'কন্ট্রোভার্সি কুইন' অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁর নানা মন্তব্যের কারণে শিরোনামে মাঝেমধ্যেই জায়গা দখল করেন অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না। নিজেকে শাহরুখ খানের থেকে কোন দিক দিয়ে এগিয়ে রাখলেন অভিনেত্রী? এবার এই নিয়েই শুরু হয়েছে তুমুল চর্চা।
সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, "আমি আর শাহরুখ দু'জনেই বলিউডে বহিরাগত হিসেবে প্রবেশ করেছিলাম। শাহরুখ এসেছিল দিল্লি থেকে আর আমি এক পাহাড়ি গ্রাম থেকে। আমাদের দু'জনের পথ চলাই তাই শুরুতে খুব কঠিন ছিল। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য শাহরুখের থেকেও বেশি লড়াই আমায় করতে হয়েছে।"
কঙ্গনার কথায়, "শাহরুখ ইংরেজি ভাষা জানতেন এবং শহরের ছেলে ছিলেন। কিন্তু আমি খুব সাধারণ পরিবারের মেয়ে ছিলাম। বাড়ির অমতে চলচ্চিত্র জগতে এসেছিলাম। প্রথম দিকে ৩-৪ বছর হিট ছবি দিতে পারেননি শাহরুখ। কিন্তু আমার ৭-৮ বছর সময় লেগেছিল মানুষের থেকে জনপ্রিয়তা পেতে। তাই বলিউডে চলার পথে আমার সংগ্রামটা অনেকটা বেশি বাকি সবার থেকে।"
নতুন প্রজন্মের তারকাদের নিয়ে অভিনেত্রী বলেন, "তারকা আমাদের সময় তৈরি হত। এখন আর হয় না। অভিনেতা-অভিনেত্রীদের 'স্টারডম' আমাদের প্রজন্মেই শেষ হয়ে গিয়েছে। আসলে এখন ওটিটির যুগে বহু নায়ক-নায়িকা তৈরি হচ্ছেন বলিউডে। কিন্তু তারা 'তারকা' নন। আমার মতে তাঁরা কোনওদিনও হতেও পারবেন না।"
প্রসঙ্গত, কঙ্গনার নতুন ছবি 'ইমার্জেন্সি'তে তাঁকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যেতে চলেছে। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত অত্যন্ত বিতর্কিত ২১ মাসের সময়কালকে এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তখন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সেই সময় ভারত জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তিনি জরুরী অবস্থাকে ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি হিসেবে তুলে ধরা হবে ছবির গল্পে। ওই সাক্ষাৎকারে তিনি এই ছবিকে শক্তির প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ইমার্জেন্সি'।
