আজকাল ওয়েবডেস্ক:‌ মেসির ভারত সফর অবশেষে শেষ হল। শনিবার থেকে যে সফর শুরু হয়েছিল তা অবশেষে শেষ হয় সোমবার রাতে। শুরুটা হয়েছিল কলকাতা দিয়ে। কিন্তু যুবভারতীতে অভিজ্ঞতা বিশেষ ভাল নয়। কিন্তু হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে দর্শকরা মেসিকে দেখে মুগ্ধ হয়েছেন। 


মেসি, লুইস সুয়ারেজ, রড্রিগো ডি’‌পল’‌রা দেশে ফিরে গিয়েছেন। এরপরেই মেসির ভারত সফরে কত খরচ হল তা জানতে উৎসুক অনেকেই। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম একটি তালিকা প্রকাশ করেছে। 


এটা ঘটনা, মেসির ভারত সফর ঘিরে উত্তেজনা চরমে ছিল। তাঁর সঙ্গে ছবি তোলারই খরচ ছিল প্রায় ১০ লক্ষ টাকা। টিকিটের দামও ছিল হাজার হাজার টাকা। কলকাতাতেই চার হাজার থেকে ১২ হাজার টাকার পর্যন্ত টিকিট বিক্রি হয়েছিল। অন্যান্য শহরেও টিকিটের দামটা কিছু কম নয়।


কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লির পর বনতারা ভ্রমণের পর ‘ব্র্যান্ড মেসি’ মূল্য শত কোটি টাকার সীমানা ছাড়িয়েছে। ‘গালফ নিউজ’–এর প্রতিবেদন অনুযায়ী, ভারত সফরের মোট খরচ প্রায় ১২০ কোটি থেকে ১৫০ কোটি টাকা।


মেসির জন্য হায়দরাবাদের লীলা প্যালেসের আস্ত একটা ফ্লোর রিজার্ভ করা হয়েছিল। হোটেলের যে প্রেসিডেন্সিয়াল স্যুটে তিনি ছিলেন, সেখানকার এক রাতের থাকার খরচ ছিল সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ টাকা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, মেসির সঙ্গে হোটেলে বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। সেখানে মেসির সঙ্গে দেখা করার খরচ ছিল ১ কোটি টাকার মতো।

এদিকে, ভারত সফর শেষ করে বার্সেলোনা ফিরে গেলেন লিওনেল মেসি। রেখে গেলেন একগুচ্ছ স্মৃতি। নিজের সোশ্যাল মিডিয়ায় ভারত সফরের একটি ভিডিও পোস্ট করেছেন ফুটবল জাদুকর। সেই ভিডিওয় লেকটাউনে তাঁর মূর্তি স্থাপন থেকে শুরু করে শচীনের সঙ্গে মুম্বইয়ে সুন্দর মুহূর্ত, দর্শকদের অভিবাদন থেকে শুরু করে ফুটবল পায়ে জাদুকরের কারসাজি। সবই রয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে নেই যুবভারতীর কোনও ছবি। পোস্টে মেসি লিখেছেন, ‘‌নমস্তে ভারত। দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় দুর্দান্ত সফর হল। গোটা সফরে সুন্দর ব্যবস্থাপনা ভাল লেগেছে। আমি আশাবাদী ভারত ভবিষ্যতে ফুটবলে বড় শক্তি হবে। এই গোটা পরিকল্পনাটাই ছিল শতদ্রু দত্তর।’‌ 

গত সোমবারই মেসি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‌এই ভালবাসা সঙ্গে নিয়েই ফিরে যাচ্ছি। কথা দিচ্ছি আমরা ফের অবশ্যই আসব। কোনও একদিন অন্য কোনও উদ্দেশ্য থাকবে। একটা ম্যাচও খেলব। এটুকু বলতে পারি এই দেশে আবার ফিরব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’‌