আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার দুই দিনের সফরে ইথিওপিয়ায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদি তাঁর তিন দেশ সফরের দ্বিতীয় ধাপে মঙ্গলবার ইথিওপিয়ায় পৌঁছেছেন। আফ্রিকান দেশটিতে এটি তাঁর প্রথম সফর। সফরের তৃতীয় ধাপে তিনি ওমান যাবেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি নিজে আদ্দিস আবাবা বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদিকে অভ্যর্থনা জানান এবং তাঁকে হোটেলে নিয়ে যান। পথে তাঁরা অপ্রত্যাশিতভাবে বিজ্ঞান জাদুঘর ও ফ্রেন্ডশিপ পার্ক দর্শন করেন। এই সফরে দুই রাষ্ট্রনেতার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ লিখেছেন, “ভারত-ইথিওপিয়ার প্রাচীন সম্পর্কের উদযাপন! প্রধানমন্ত্রী ইথিওপিয়ায় তাঁর প্রথম দ্বিপাক্ষিক সফরে আদ্দিস আবাবায় পৌঁছেছেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি বিমানবন্দরে ব্যক্তিগতভাবে তাঁকে স্বাগত জানাতে এসেছিলেন। প্রধানমন্ত্রীকে উষ্ণ এবং রঙিন অভ্যর্থনা জানানো হয়েছিল।”

দুই দিনের জর্ডন সফর শেষ করে মঙ্গলবার ইথিওপিয়া পৌঁছেছেন মোদি। ভারত এবং জর্ডনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সে দেশে গিয়েছিলেন মোদি। ৩৭ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দেশটিতে দ্বিপাক্ষিক সফরে গিয়েছেন। জর্ডনের প্রধানমন্ত্রী জাফর হাসান তাঁকে বিমানবন্দরে স্বাগত জানালেও, সে দেশের যুবরাজ আল হুসেন বিন আবদুল্লাহ দ্বিতীয় নিজে মোদিকে গাড়িতে চড়িয়ে আম্মাম সংরক্ষণাগারে নিয়ে যান।

মোদির পোস্ট করা ছবিগুলোতে তাঁকে ৩১ বছর বয়সী যুবরাজের বিএমডব্লিউ গাড়ির যাত্রীর আসনে দেখা যাচ্ছে। এক্স-এ তিনি লিখেছেন, “যুবরাজ আল-হুসেন বিন আবদুল্লাহ দ্বিতীয়ের সঙ্গে জর্ডন মিউজিয়ামের পথে।”

জর্ডনের এই মুহূর্তটি মোদির ‘গাড়ি কূটনীতি’র অংশ। ৭৫ বছর প্রধানমন্ত্রী ব্যক্তিগত আস্থা ও কৌশলগত ঘনিষ্ঠতার ইঙ্গিত দিতে বিশ্বনেতাদের সঙ্গে যে কোনও গাড়িতে ভ্রমণের একটি ঐতিহ্য গড়ে তুলেছেন। সম্প্রতি ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে পুতিন চার বছর পর দুই দিনের সফরে ভারতে এসেছিলেন। মোদি প্রোটোকল ভেঙে পালাম বিমানবন্দরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান। পুতিন মোদির সঙ্গে একটি সাদা টয়োটা ফরচুনার গাড়ির পিছনের আসনে বসে ৭ লোক কল্যাণ মার্গে মোদির বাসভবনে যান। ২০২৫ সালের এসসিও শীর্ষ সম্মেলনের সময় মোদি পুতিনের রুশ-নির্মিত অরাস সেনেট লিমুজিনে তাঁর সঙ্গে যাত্রা করেছিলেন।

ইউরোপীয় বিলাসবহুল গাড়ির পরিবর্তে প্রধানমন্ত্রী মোদির ফরচুনার গাড়িটি একটি ভারতীয় অ্যাসেম্বল করা, পশ্চিমি দেশগুলির বাইরে তৈরি এসইউভিকে প্রতিনিধিত্ব করেছে। এছাড়াও, রাশিয়ার উপর পশ্চিমি নিষেধাজ্ঞার মধ্যে ‘স্বাধীন বিদেশনীতি’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের বার্তা দিয়েছে।