নিজস্ব সংবাদদাতা: ফের 'হইচই'-এর সিরিজে জয়া আহসান। ওপার বাংলা শুধু নয়, এপার বাংলাতেও ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য অনুরাগী। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর সিরিজ নিয়েও তাই উত্তেজনা তুঙ্গে দর্শক মহলে। 

 


ঈদে মুক্তি পাচ্ছে 'হইচই'-এর সিরিজ ‘জিম্মি’। পরিচালনায় আশফাক নিপুন। এর আগে ‘মহানগর’ পরিচালনার মাধ্যমে দর্শকমহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেছিলেন তিনি। নিপুনের পরিচালিত ‘জিম্মি’র ট্রেলার মুক্তি পেল শনিবার। 

 

 

ট্রেলারে একেবারে ভিন্ন রূপে ধরা দিলেন জয়া। সেই সঙ্গে একঝলক দেখা গেল অভিনেতা ইরেশ জাকের, শাহরিয়ার নাজিম জয়, শিবলু মৃধাকেও। সিরিজের ট্রেলার ভাগ করে জয়া লেখেন, 'একটা সাধারণ জীবন, একটা সাধারণ স্বপ্ন, একটা মধ্যবিত্ত মেয়ে… আর এক রহস্যময় বাক্স, যা বদলে দিল সব! রুনার জন্যে কী অপেক্ষা করছে? মুক্তি নাকি সর্বনাশ?'

 


বাস্তবতার প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ। সঙ্গে উপরি পাওনা হিসাবে থাকছে ভরপুর রহস্য। এটা অভিনেত্রীর 'হইচই'-এর দ্বিতীয় সিরিজ। এর আগে তাঁকে দর্শক দেখেছিলেন 'পাঁচফোরন'-এ। ওই গল্পে জয়ার সঙ্গে জুটি বেঁধেছিলেন অনির্বাণ ভট্টাচার্য।