সংবাদ সংস্থা মুম্বই: দিন কয়েক আগেই নিজেদের মধ্যে দীর্ঘ বছর ধরে চলতে থাকা ঝামেলা মিটিয়ে নিলেন জাভেদ আখতার এবং কঙ্গনা রানাওয়াত। দীর্ঘ বছর ধরে চলে আসা মানহানির মামলার নিষ্পত্তি করে নিয়েছেন তাঁরা। সমঝোতায় পৌঁছনোর পর সেই খবর ফলাও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বলিপাড়ার এই অভিনেত্রী-সাংসদ। সঙ্গে জুড়েছেন জাভেদ আখতারের সঙ্গে নিজের হাসিমুখের ছবিও। বছর কয়েক আগে 'গ্যাংস্টার' ছবির অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার। কেন? ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দেন কঙ্গনা।  এর পরই দুজনের মধ্যে আইনি লড়াই শুরু হয়। বিবৃতিতে কঙ্গনা দাবি করেছিলেন যে জাভেদ আখতার তাঁকে সহ-অভিনেতা হৃতিক রোশনের কাছে ক্ষমা চাইতে বলেছেন। যে হৃত্বিক কিনা ২০১৬ সালে তাঁদের সম্পর্কের গুঞ্জনের বিষয়ে জনসাধারণের সামনে মুখ খোলার জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলা করেছিলেন। কঙ্গনার মন্তব্যের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ। তার পর থেকে দু’জনের মধ্যে আইনি লড়াই জারি ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মজার ছলেই এই প্রসঙ্গে এবার মুখ খুললেন জাভেদ আখতার। 

 

বর্ষীয়ান এই চিত্রনাট্যকার-গীতিকার বললেন, " হ্যাঁ, আইনি সমস্যা মিটে গিয়েছে। আমার বিরূদ্ধে যে কথা কঙ্গনা  প্রয়োগ করেছিলেন এবং তার সঙ্গে যা অভিযোগ এনেছিলেন সেসব ফিরিয়ে নিয়েছেন তিনি। কঙ্গনা কথা দিয়েছেন, আর এসব বলবেন না। আমার কাছে ক্ষমাও চেয়েছেন। আর আমি তো কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করে ওঁর থেকে কোনওদিন টাকাপয়সা চাইনি। চেয়েছিলাম যেন ও আমাকের কাছে ক্ষমা চায়। ব্যস! সেটাই তো পেয়ে গেলাম। " তাহলে এখন কেমন আছেন জাভেদ? আগের তুলনায় নিশ্চয়ই খানিক একটু নিশ্চিন্ত এবং ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি? 'শোলে'র অন্যতম গল্পকারের স্বভাবসিদ্ধ মজার ভঙ্গিতে জবাব, " না, খুব একটা ফুরফুরে মেজাজে নেই। দেখছি, এবার কার সঙ্গে পাঙ্গা নেওয়া যায়। অন্য কোনও চ্যালেঞ্জ নিয়ে নেব।" 


আইনি সমস্যা মিটিয়ে নেওয়ার পর জাভেদ আখতারের পাশে হাসি মুখে দাঁড়ানোর ছবি সমাজমাধ্যমে পোস্ট করে কঙ্গনা লিখেছিলেন, ‘আজ জাভেদজি এবং আমি মধ্যস্থতার মাধ্যমে আমাদের আইনি ঝামেলা (মানহানির মামলা) ও জটিলতার সমাধান করেছি। এই মধ্যস্থতায় জাভেদজি খুবই দয়ালু এবং সদয় হয়েছেন। শুধু তাই নয়, উনি আমার পরিচালনায় পরবর্তী ছবির জন্য গান লিখতেও রাজি হয়েছেন।’