নিজস্ব সংবাদদাতা: 'আমার দুই পরিবারকে নিয়ে জন্মদিন কাটাচ্ছি, এটাই আমার কাছে সব'- জন্মদিনের অনুরাগীদের পরিবারের সদস্য বলে সম্বোধন করলেন টলিউডের সুপারস্টার জিৎ। এই জন্মদিনের প্রথমবার ছেলে রোনভের সঙ্গে দেখা করালেন সকলের। ঠিক কেমন ছিল জিতের জন্মদিন?
নিউ আলিপুরের 'শামিয়ানা'র সামনে এদিন গাড়ি চলাচল প্রায় বন্ধ, কাতারে কাতারে লোকের ভিড় জমেছে সকাল থেকেই। প্রত্যেকের অপেক্ষা একটাই কখন এক ঝলক দেখতে পাওয়া যাবে তাঁকে। বহু অপেক্ষার পর অবশেষে সেই সময় আসে, বারান্দার দরজা খুলে বেরিয়ে আসেন সপরিবারে জিৎ।
হাত নাড়িয়ে হাসিমুখে বেরিয়ে এলেন টলিউডের বস। সঙ্গে সঙ্গে ব্যারিকেড প্রায় ভেঙে তার আরও কাছাকাছি যাওয়ার তুমুল চেষ্টা শুরু করলেন অনুরাগীরা। বৃষ্টির মধ্যেও কমলো না ভিড়। গতকাল রাত থেকে বেশকিছু অনুরাগে এসে ভিড় জমিয়েছেন শামিয়ানার সামনে, বিভিন্ন উপহার আনার পাশাপাশি কেক নিয়ে এলেন অনুরাগীরা। প্রথমবার অনরাগীদের সঙ্গে ছেলে রোনভের সাক্ষাৎ করালেন স্বয়ং জিৎ, সঙ্গে মেয়ে, স্ত্রী ও পরিবারের বাকি সদস্যরা। এরপর দোতলা থেকে নীচে নেমে আসেন জিত, সেখানে একসঙ্গে প্রায় ৩০ টিরও বেশি কাটলে অভিনেতা।
অনুরাগীদের অনুরোধে নিজের ছবির ডায়লগ শোনালেন সুপারস্টার, পাশাপাশি সকলকে অনুরোধ করলেন, তাঁরা যেন এভাবেই তাঁকে সব সময় ভালবাসেন।
