নিজস্ব সংবাদদাতাঃ মাত্র চার মাসের মধ্যে বন্ধ হয়ে যায় জি বাংলার 'যোগমায়া' ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরে অনেকদিন বাদে পর্দায় কামব্যাক করেছিলেন নেহা আমনদীপ। তবে টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করতে না পারায় অল্প সময়েই এই ধারাবাহিকের পথ চলা শেষ হয়। এবার দশ মাস পর অবশেষে নতুন কাজে ফিরলেন এই অভিনেত্রী।
একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের মাইক্রোড্রামায় অভিনয় করছেন নেহা। যেখানে তাঁর চরিত্রের নাম নীলম। শাঁখা-সিঁদুর-শাড়িতে একেবারে বাঙালি বধূর চরিত্রে সেজেছেন তিনি। তবে তাঁর জীবন তেমন সহজ নয়, বেশ কঠিন পরিস্থিতিতে পরতে হয় নীলমকে। দড়ি দিয়ে চেয়ারে বেঁধে অত্যাচার চলে নিলমের ওপর, এমনই বেশ কিছু দৃশ্য দর্শকেরা দেখতে পাবেন এই মাইক্রোড্রামায়। ঠিক কী কারণে নিলমের এই অবস্থা, তা অবশ্য খোলসা হয়নি। ইতিমধ্যেই চলছে শুটিং। কাঠফাটা গরমে শুটিং চললেও শটের মাঝে হাসিমুখে দেখা গেল নিলম ওরফে নেহাকে। কোন ভাষাতে দেখা যাবে এই মাইক্রোড্রামা, তা এখনও জানা যায়নি।
প্রথম কয়েকটি কাজের পর ব্যক্তিগত কারণে লম্বা বিরতি নেন নেহা। শোনা যায়, সেই সময় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটান অভিনেত্রী। তবে অতীতের দুঃসময় পেরিয়ে আবারও নতুন করে দর্শকদের কাছে ফিরেছেন তিনি। এখন ধারাবাহিক সহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের চরিত্রে কাজ করতে চাইছেন নেহা।
প্রসঙ্গত, নেহাকে শেষ দেখা গিয়েছিল আড্ডা টাইমের ওয়েব সিরিজ ‘দেখেছি তোমায় শ্রাবণে’-তে। সৌম্য মুখোপাধ্যায়ের বিপরীতে ছিলেন অভিনেত্রী। যদিও ছোট পর্দায় কবে ফের তাঁকে দেখা যাবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনেই।
