সংবাদ সংস্থা মুম্বই: বহু বছরের তিক্ততা ভুলে ভাগ্নে ক্রুষ্ণা অভিষেককে বুকে জড়িয়ে ধরলেন গোবিন্দা। বহুদিন পর দু’জন একসঙ্গে গানের তালে পা নাচালেন ক্যামেরার সামনে। নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ -এর আগামী এপিসোডেই দেখা যাবে এই ‘মামা-ভাগ্নে’র এই নয়া কিসসা।
বলিউডে কী না হয়, তার উপর তাঁরা তো আত্মীয়। কথা হচ্ছে, গোবিন্দ ও তাঁর ভাগ্নে তথা জনপ্রিয় কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেককে নিয়ে। দীর্ঘ বছরের ব্যক্তিগত ও পারিবারিক তিক্ততা ভুলে এক হলেন এই দু’জন। সম্প্রতি, নেটফ্লিক্সে কপিলের কমেডি শো-তে হাজির হয়েছিলেন গোবিন্দা, শক্তি কাপুর এবং চাঙ্কি পাণ্ডে। সেই শো-এর মঞ্চেই মঞ্চের মাঝেই পারফর্ম করাকালীন গোবিন্দাকে জড়িয়ে ধরে জোর গলায় ক্রুষ্ণা বলে ওঠেন, “অনেকদিন পর আমাদের দেখা হল। আরতোমাকে যেতে দেব না'। শুনে হাসতে হাসতে তাঁকে পরম মমতায় আরও আঁকড়ে ধরেন গোবিন্দাও। এরপর ক্রুষ্ণা অভিনীত চরিত্রটির মতো বলার ভঙ্গি নকল করে তাঁকে ‘গাধা’ও বলে ডেকে ওঠেন ‘কুলি নম্বর ১’-এর নায়ক। যা শুনে রাগ নয়, বরং হাসিতে ফেটে পড়েন গোবিন্দার ভাগ্নে।
প্রসঙ্গত, গত অক্টোবরে পায়ে গুলি লাগার পর এই প্রথমবার পর্দায় হাজির হলেন গোবিন্দা। জানা গিয়েছিল, নিজের বন্দুক থেকেই ভুল করে গুলি বেরিয়ে গিয়েছিল গোবিন্দার পায়ে। এই শো-তে সেই ঘটনার প্রসঙ্গ তুলে বলি-অভিনেতা জানান, তাঁকে সেই সময়ে শিল্পা শেঠি দেখতে গিয়েছিলেন। এবং গিয়ে জিজ্ঞেস করেন, গোবিন্দার পায়ে যখন গুলি লাগল তখন তাঁর স্ত্রী সুনীতা কোথায় ছিল? গোবিন্দা জানান, মন্দিরে গিয়েছিল। সেকথা শুনে শিল্পার পাল্টা প্রশ্ন ছিল, ‘সেকি! তাহলে তোমার পায়ে গুলি কে চালাল?’ গোবিন্দার কথা শুনে ততক্ষণে হেসে কুটিপাটি অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও বাকি শিল্পীরা।
প্রসঙ্গত, বেশ কয়েকবছর আগের ঘটনা, দ্য কপিল শর্মার শোয়ের একটা পর্বে অংশ নিতেই অস্বীকার করেছিলেন কমেডিয়ান ক্রুষ্ণা অভিষেক। জানা যায়, সেই শোয়ের অতিথি ক্রুষ্ণার মামা গোবিন্দা আর মামী সুনীতা আহুজা। আর সেই কারণেই শোটি এড়িয়ে গিয়েছিলেন ক্রুষ্ণা। আর তাতেই বিতর্ক তৈরি হয়। তখনই জানা গিয়েছিল ক্রুষ্ণা অভিষেকের সঙ্গে গোবিন্দার বিবাদের কথা।
