সংবাদসংস্থা মুম্বই: ২০১৮ সালে 'জিরো' ছবিতে দর্শক শেষবার দেখেছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। যদিও এরপর প্রথমবার মা হওয়ার পর 'চাকদা এক্সপ্রেস'-এর শুট সেরেছিলেন অভিনেত্রী। গত ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা। দুই সন্তানক নিয়েই এখন তাঁর সময় কাটে।
কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, এবার নাকি লন্ডনে নতুনভাবে সংসার শুরু করবেন করবেন বিরুষ্কা। কিন্তু সেই গুঞ্জনে সিলমোহর না দিয়ে মুম্বই ফিরে এসেছেন এই তারকা জুটি। এর মাঝেই এল সুখবর। আবারও পর্দায় ফিরলেন অনুষ্কা। তবে নতুন কোনও ছবি নিয়ে আসছেন না অভিনেত্রী।
সম্প্রতি একটি পোশাক বিপণীর নতুন বিজ্ঞাপনে দেখা মিলল তাঁর। সামনেই দুর্গাপুজো, নবরাত্রি এবং দীপাবলি, সেই উপলক্ষ্যেই নতুন বিজ্ঞাপনের শুট করলেন তিনি। ওই বিজ্ঞাপনে নানা রঙের বাহারি সালোয়ার স্যুটে দেখা মিলল অনুষ্কার। খোলা চুল, হাই হিল আর হালকা মেকআপে যেন মোহময়ী অনুষ্কা। উৎসবের থিমে সাজানো এই বিজ্ঞাপনটিতে তাঁকে দেখে দারুণ খুশি নেটিজেনরা। বিজ্ঞাপনটি সামনে আসতেই তাই ইতিবাচক মন্তব্যে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।
প্রসঙ্গত, অনুষ্কাকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এ দেখা যেতে চলেছে। কিন্তু 'নেটফ্লিক্স'-এর সঙ্গে চুক্তি ছিন্ন হওয়ায় এই ছবি মুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
