সংবাদসংস্থা মুম্বই: মঙ্গলবার ৩৬-এ পা দিলেন বিরাট কোহলি। সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি। আর স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পোস্ট করলেন স্ত্রী অনুষ্কা শর্মা। সোশাল মিডিয়ায় বিরাট ও তাঁর দুই সন্তানের ছবি পোস্ট করে, বুঝিয়ে দিলেন যেন আকায় এবং ভামিকাকে সামলাতে গিয়ে কীরকম নাজেহাল অবস্থা হয় বিরাটের।
অনুষ্কার ওই পোস্টে দেখা গেল দুই সন্তানকে কোলে নিয়ে একেবারে হিমশিম খাচ্ছেন বিরাট। কিন্তু ছেলে-মেয়ের সঙ্গে যে সুযোগ পেলেই খুনসুটিতে মাতেন তিনি তা ছবিতেই স্পষ্ট। কোহলি পরিবারে দ্বিতীয় সন্তান আসার পর থেকে বিরাট এবং অনুষ্কা অধিকাংশ সময়ই লন্ডনে থাকেন। তাঁরা দুজনেই নিজেদের পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে চলেন।
তাই সন্তানদের জন্মের পর থেকে তাঁদের ছবি এখনও পর্যন্ত সামনে আনেননি বিরাট-অনুষ্কা। তাই বিরাটের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় সোশ্যাল মিডিয়ায় ভাগ করা অনুষ্কার ওই ছবিতেও ভামিকা ও আকায়ের ছবিতে ইমোজি দেখা যায়।
এদিকে সন্তানদের জন্মের পর নিজের কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা শর্মা। তিনি জানিয়েছেন মেয়ে ভামিকা এখন বড় হচ্ছে। ছেলে আকায়ও ছোট তাই বেশিরভাগ সময়টা এখন তিনি তাদেরই দিতে চান। তাই এখন আর আগের মতো ছবি করবেন না তিনি। খুব বেছে বেছে কম ছবিতে কাজ করবেন। এবার থেকে বছরে একটা করে সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছেন অনুষ্কা শর্মা।
