আজকাল ওয়েবডেস্ক: অবশেষে কলকাতা নাইট রাইডার্সে বাংলার ক্রিকেটার। আকাশ দীপকে এবার বেগুনি জার্সিতে দেখা যাবে। এক কোটিতে বাংলার পেসারকে নিল নাইটরা। নাম কলকাতা নাইট রাইডার্স হলেও, গত কয়েক বছরে শহরের কোনও প্লেয়ার ছিল না। আকাশ দীপ কলকাতার না হলেও, বাংলার হয়ে খেলেন। অর্থাৎ, দীর্ঘদিন পর অবশেষে শাহরুখের দলে এই রাজ্যের ক্রিকেটার স্থান পেল। মঙ্গলবার প্রায় সাড়ে ছ'ঘণ্টা ধরে নিলাম চলে। এদিন মোট ৩৫০ জন প্লেয়ার নিলামে ওঠে। তারমধ্যে কোনও মার্কি প্লেয়ার ছিল না। নিলামে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে কেকেআর। ২৫.২০ কোটিতে ক্যামেরুন গ্রিনকে নেওয়ার পাশাপাশি ১৮ কোটিতে মাথিশা পথিরনাকে নেয়। যা শ্রীলঙ্কার প্লেয়ারদের মধ্যে রেকর্ড। মুস্তাফিজুর রহমানকেও নেয় কেকেআর। আইপিএলের মিনি নিলামের আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, অবাছাই দুই প্লেয়ারের জন্য ২৮.৪ কোটি খরচ করে চেন্নাই সুপার কিংস। ১৪.২০ কোটিতে নেওয়া হয় কার্তিক শর্মা এবং প্রশান্ত বীরকে। ৮.৬ কোটিতে জস ইংলিশকে নেয় লখনউ সুপার জায়ান্টস।‌

প্রথমে একাধিক প্লেয়ার অবিক্রিত থাকলেও, দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে অনেকেই দাম পান। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে নিলামের শেষপর্বে ঝড় ওঠে। দৌড়ে ছিল কেকেআরও। কিন্তু শেষপর্যন্ত ১৩ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। লিভিংস্টোনকে না পেলেও আরও একজন কার্যকরী ক্রিকেটারকে দলে নিতে সক্ষম হয় কেকেআর। ২ কোটি দিয়ে রাচীন রবীন্দ্রকে নেয় নাইটরা। ৪.৪ কোটিতে বেন ডোয়ারশুইসকে কেনে পাঞ্জাব কিংস। প্রথমে অবিক্রিত থাকলেও দ্বিতীয় রাউন্ডে রাহুল চাহারের জন্য দর ওঠে। পাঞ্জাব কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। শেষপর্যন্ত ৫.২ কোটিতে তাঁকে কেনে চেন্নাই সুপার কিংস। 

অবশেষে আইপিএলের দল পেলেন পৃথ্বী শ। আবার দিল্লি ক্যাপিটালসে ফিরলেন তারকা ওপেনার। বেস প্রাইজ ৭৫ লক্ষে কিনল তাঁর পুরোনো দল। প্রথমে অবিক্রিত ছিলেন। দ্বিতীয় রাউন্ডেও কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু তৃতীয় রাউন্ডে ন্যূনতম দরে তাঁকে নেওয়ার ইচ্ছাপ্রকাশ করে দিল্লি। অন্য কোনও দল আগ্রহ না দেখানোয়, আরও একবার দিল্লির জার্সিতে দেখা যাবে তাঁকে। আগের আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। কিন্তু এবার শেষপর্যন্ত দল পেলেন। একেবারে শেষে কাইল জেমিসনের জন্য দর হাঁকায় দিল্লি ক্যাপিটালস। বেস প্রাইজ ২ কোটিতে তাঁকে নেয় সৌরভ গাঙ্গুলির ফ্র্যাঞ্চাইজি।‌