নিজস্ব সংবাদদাতা: কলকাতা থেকে নেটপাড়া এইমুহূর্তে সরগরম পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবি 'ডিয়ার মা'কে কেন্দ্র করে। দীর্ঘ ১০ বছর পর ফের বাংলা ছবি তৈরি করছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। ১৮ জুলাই মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি ‘ডিয়ার মা’। অনু পরিবারের দাম্পত্য, মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক এবং তাকে ঘিরে আরও অন্যান্য সম্পর্কের আবর্তন ধরা পড়বে ছবিতে। ছবিতে মুখ্য চরিত্রে আছেন জয়া আহসান, চন্দন রায় স্যান্যাল, শাশ্বত চট্টোপাধ্যায় এবং ধৃতিমান চট্টোপাধ্যায়। এবার এই ছবি ঘিরে জনমানসে আগ্রহ এক লাফে বাড়িয়ে দিলেন খোদ অমিতাভ বচ্চন!

অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে ‘পিঙ্ক’ ছবিতে কাজ করেছেন অমিতাভ বচ্চন। একাধিকবার এই বাঙালি পরিচালকের কাজ নিয়ে প্রশংসা শোনা গিয়েছে ‘শাহেনশাহ’র মুখে। এবার অনিরুদ্ধের এই নতুন বাংলা ছবির ঝলক দেখে এক্স হ্যান্ডেলে অমিতাভ লেখেন, ‘‘টোনিদা, আপনার ছবির জন্য আমার শুভেচ্ছা সব সময় রয়েছে।’’ খোদ শাহেনশাহ র থেকে এহেন শুভেচ্ছা পেয়ে আপ্লুত ডিয়ার মা-র গোটা টিম।

অমিতাভের সেই পোস্ট নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে জয়া লিখেছেন, “আশীর্বাদ করার জন্য অনেক ধন্যবাদ, স্যার। অনিরুদ্ধ রায়চৌধুরী-ও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অমিতাভের সেই পোস্ট শেয়ার করে প্রণাম ও ধন্যবাদ জানিয়েছেন। বাদ যাননি চন্দন রায় সান্যাল-ও। তিনিও নিজের ইনস্টাগ্রামে অমিতাভের সেই শুভেচ্ছাবার্তা শেয়ার করার পাশাপাশি তার সঙ্গে জুড়ে দিয়েছেন অমিতাভ অভিনীত এক জনপ্রিয় ছবির ততোধিক জনপ্রিয় গান।

প্রসঙ্গত, জয়া এই ছবির ঠিক আগে অনিরুদ্ধর পরিচালনায় হিন্দি ছবি ‘কড়ক সিং’-এ অভিনয় করেছেন। সেটি-ই ছিল অভিনেত্রীর নায়িকার প্রথম বলিউড ছবি। তখনই অনিরুদ্ধ জানিয়েছিলেন, সব ঠিক থাকলে জয়াকে তিনি পরের ছবিতেও নায়িকা হিসেবে বাছবেন। পরিচালকের সঙ্গে ডিয়ার মা ছবির গল্প লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য। ক্যামেরা সামলেছেন অভীক মুখোপাধ্যায়।
