সংবাদ সংস্থা মুম্বই: গত বেশ কয়েক বছরে দেশজুড়ে পাল্লা দিয়ে জনপ্রিয়তা বাড়ছে 'প্যান-ইন্ডিয়া' ছবির। দক্ষিণী, মারাঠি, বাঙালি, হিন্দি বলয়ের তারকারা মিলেমিশে একাধিক ছবিতে হাজির হচ্ছেন। এবং বক্স অফিসেও ভাঙছে একের পর এক রেকর্ড। এইমুহুর্তে বলিউডে যেমন রণবীর কাপুর প্রেক্ষাগৃহে 'হটকেক', দক্ষিণে তেমন অল্লু অর্জুন। হয়ত বলাটা একটু ভুল হল। এই দুই তারকার-ই জনপ্রিয়তা এখন আসমুদ্রহিমাচল ভারত জুড়ে। এবার রণবীর কাপুরের সঙ্গে বড়পর্দায় কাজ করার ইচ্ছেপ্রকাশ করলেন খোদ 'পুষ্পা'।
আগামী মাসে বড়পর্দায় মুক্তি পাবে 'পুষ্পা ২'। অল্লুর এই ছবি ঘিরে উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রতি, এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতার তকমা দিলেন অল্লু অর্জুন। জোর গলায় জানান, নয়া প্রজন্মের অভিনেতাদের মধ্যে দুরন্ত পারফর্মার তিনি। 'অ্যানিম্যাল' ছবির নায়ক যে তাঁর 'পার্সোনাল ফেভারিট' সেকথাও কবুল করেছেন এই দক্ষিণী তারকা।
এরপরেই সেই সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছেপ্রকাশ করেন অল্লু। বলে ওঠেন, "দুরন্ত ভাবনা হবে, যদি আমাদের দু'জনকে নিয়ে কেউ একটি ছবি ভাবেন।" দক্ষিণ-তারকার মুখে তাঁর এই ইচ্ছের কথা শুনে নেট পাড়ায় যে সরল পড়ে গিয়েছে তা বলাই বাহুল্য
রণবীর কাপুর কি শুনছেন?
