সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


নাম বদলালেন আলিয়া 


রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম থেকে বিয়ে, একসময় সবটাই ছিল নেটিজেনদের চর্চায়। এমনকী বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের মেয়ে রাহার জন্মের পর থেকেই রণবীর-আলিয়ার বিয়ের আগেই অবৈধ সম্পর্ক নিয়ে কথা ছড়িয়েছিল নেট মাধ্যমে। এখন এইসব যদিও অতীত। কাপুর পরিবারে এসে নিজেকে অনেক পরিবর্তন করেছেন আলিয়া। এবার প্রকাশ্যে এল নিজের নামটাও বদলে ফেলেছেন বিয়ের পরে। সম্প্রতি, একটি টক শোয়ে এসে আলিয়া নিজের নাম 'আলিয়া ভাট কাপুর' বলেন। সেই থেকেই শুরু হয়েছে আলিয়ার নাম বদলের চর্চা।


কবে মুক্তি পাচ্ছে 'যুধ্রা'?


সিদ্ধান্ত চতুর্বেদী ও মালবিকা মোহনন অভিনীত 'যুধ্রা'র মুক্তির দিনক্ষণ সামনে এল। ভরপুর অ্যাকশনে মোড়া এই থ্রিলার ছবিটি হতে চলেছে সিদ্ধান্তের অভিনয় জীবনের মাইলফলক। কারণ এই প্রথমবার মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। শুধু অ্যাকশনই নয়, এই ছবিতে রয়েছে রোম্যান্সও। চলতি বছর আগামী ২০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।


কটাক্ষের শিকার সলমনের নায়িকা

২০১৯ সালে 'দাবাং ৩'-এ সলমন খানের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী সাই মাঞ্জরেকর। কিন্তু বয়সে বড় অভিনেতার সঙ্গে পর্দায় রোম্যান্স করায় নেটিজেনদের কটাক্ষের শিকার হন তিনি। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সাই বলেন, "ছবিতে অভিনয়ের সময় সলমন খানের বয়স ছিল ৫৪ আর আমার মাত্র ১৭। তাই আমাদের জুটিকে অনেকেরই পছন্দ হয়নি।‌ কিন্তু আমি বড়পর্দায় অভিনয় করছি, তাও সলমনের বিপরীতে এটা ভেবেই আমি খুশি ছিলাম। আর তাই কটাক্ষ আমার মনোবল ভাঙতে পারেনি।"


ঠাকুমার সঙ্গে ছোট্ট রাহা

পাপারাজ্জিদের দেখলেই এইটুকু বয়সে হাত নাড়াতে ভোলে না রণবীর-আলিয়ার মেয়ে রাহা। সম্প্রতি, একটা অনুষ্ঠানে আলিয়ার কোলে দেখা গেল রাহাকে। ক্যামেরা দেখেই হাত নাড়ে সে। এরপর ঠাকুমা নিতু কাপুরকে দেখে আদুরে গলায় কথা বলে ছোট্ট রাহা। কিন্তু সঠিকভাবে তার কথা বোঝা না গেলেও ঠাকুমার সঙ্গে তার এই মিষ্টি আলাপ সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে পড়তেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।