আজকাল ওয়েবডেস্ক: ৩০০ কোটি টাকারও বেশি অঙ্কের অর্থলগ্নি কেলেঙ্কারি। এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযোগ উঠেছে, চন্দ্রভূষণ সিং এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সিং- এর বিরুদ্ধে। মঙ্গলবার ঝাড়খণ্ডের রাঁচি থেকে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তাঁদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত দম্পতি ‘ম্যাক্সিজোন টাচ’ নামে একটি সংস্থার ডিরেক্টর। মাস কয়েক আগে ঝাড়খণ্ড পুলিশের হাতে ধরা পড়ে তাঁরা জেলেই ছিলেন। মঙ্গলবার জেল থেকেই তাঁদের নিজেদের হেফাজতে নেয় ইডি।

কেন্দ্রীয় সংস্থার দাবি, মাল্টি-লেভেল মার্কেটিং বা এমএলএম-এর নামে সাধারণ মানুষকে প্রতারণার জাল বুনেছিলেন ওই দম্পতি। মাসে মাসে মোটা টাকা রিটার্ন এবং নতুন সদস্য যোগ করলে আকর্ষণীয় কমিশনের টোপ দেওয়া হয়েছিল। এভাবেই সাধারণ মানুষের থেকে প্রায় ৩০৭ কোটি টাকা তোলা হয় বলে অভিযোগ।

তদন্তে জানা গিয়েছে, কেবল ঝাড়খণ্ডে ওই দম্পতি তাঁদের জাল ফেলেননি। এই 'স্ক্যাম' ছড়িয়েছে অনেকদূর৷ ফলত রাজস্থান ও অসম পুলিশের খাতাতেও এই দম্পতি মোস্ট ওয়ান্টেড ছিলেন। ইডির অভিযোগ, প্রতারণার মাধ্যমে তোলা এই বিপুল টাকা তাঁরা ‘বেনামি’ সম্পত্তি কেনা এবং নগদে রূপান্তরের মাধ্যমে পাচার করেছেন। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান ও কর্ণাটকে এই দম্পতির বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। সেই সব অভিযোগের ভিত্তিতেই বর্তমানে অর্থ পাচার মামলার তদন্ত চালাচ্ছে ইডি।