নিজস্ব সংবাদদাতা: মারণ রোগ ক্যানসারকে হাসিমুখে হারিয়ে আবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরতে চলেছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। শারীরিক অসুস্থতার কারণে স্টার জলসার 'হর গৌরী পাইস হোটেল' ধারাবাহিক মাঝপথেই ছেড়ে দেন তিনি। এই ধারাবাহিকে 'শঙ্কর'-এর মা 'মহেশ্বরী'র চরিত্রে অভিনয় করছিলেন মিঠুন চক্রবর্তী।
এর আগে স্বামী সব্যসাচী চক্রবর্তী জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী তবে চিকিৎসা চলছে, চিন্তার কোনও কারণ নেই। কয়েক মাসের মধ্যে সুস্থ হয়ে আবার ব্যাক টু ফ্লোর। 'হর গৌরী পাইস হোটেল' ধারাবাহিকের শেষ দিনে হাজির ছিলেন তিনি। তাঁকে দেখে স্বাভাবিকভাবেই সকলে উচ্ছসিত হয়ে উঠলেন।
এদিন আগের মতোই নিজে গাড়ি চালিয়ে সেটে আসেন অভিনেত্রী। মাথায় টুপি আর হাসিমুখে নিজের পুরনো পরিবারের এই বিশেষ দিনে আনন্দে মেতে উঠলেন মিঠু চক্রবর্তী। এই বিশেষ দিনে পরিবারের একাধিক সদস্যকে দেখা গেল সেটে। মিঠু চক্রবর্তীকে এতদিন পর কাছ থেকে দেখে কেঁদে ফেললেন প্রযোজক নীলাঞ্জনা শর্মা।
কেমন আছেন, এই প্রশ্ন করায় তাঁর জবাব, "আমার শরীর একদম ভাল আছে। কাবু করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারেনি। আমি এখন সম্পূর্ণ সুস্থ।" কাজে ফেরার প্রসঙ্গে মিঠু চক্রবর্তীর জবাব, "এই বছরই কাজ শুরু করার কথা ভেবেছি, সম্ভবত মার্চের মাঝামাঝি সময়ে কাজে ফিরব।" মনের জোরে খুব অল্প সময়ে এই মারণ রোগকে হারিয়ে আবার কাজে ফিরতে চলেছেন মিঠু চক্রবর্তী। তাঁর এই মনের জোরকে সাধুবাদ জানিয়েছেন টলি তারকারা।
