আজকাল ওয়েবডেস্ক: আগামী ২৭ মার্চ কাতারের আইকনিক লুসেইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ফাইনালিসিমা ২০২৬। বৃহস্পতিবার ফুটবল ইভেন্টসের লোকাল অর্গানাইজিং কমিটির তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কাতারের এই ঐতিহাসিক স্টেডিয়ামে ফাইনালিসিমা অনুষ্ঠিত হবে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। বিশ্ব ফুটবলে দুই মহাদেশের দুই সেরাদের এই দ্বৈরথ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। তবে লিও মেসির আর্জেন্টিনার জন্য ম্যাচটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ লুসেইল স্টেডিয়ামেই ২০২২ সালে ইতিহাস গড়েছিলেন লিওনেল মেসি। এই মাঠেই ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জিতেছিল ‘লা আলবিসেলেস্তে’। বৃহস্পতিবার তার ৩ বছর পূর্ণ হল। ২০২৬ সালে ফের বিশ্বকাপ অভিযানে নামবেন মেসি। তবে তার আগে ফাইনালিসিমা কেও যথেষ্ট গুরত্ব দিয়ে দেখছে আর্জেন্টিনা দল।
কাতারের ক্রীড়া ও যুব দপ্তরের মন্ত্রী এবং এলওসি-র চেয়ারম্যান শেখ হামাদ বিন খলিফা বিন আহমেদ আল থানি বলেন, ‘দুই চ্যাম্পিয়নের এই মর্যাদাপূর্ণ ম্যাচ আয়োজন করতে পেরে কাতার গর্বিত। এই ধরনের হেভিওয়েট ম্যাচ আয়োজনের ক্ষমতা রয়েছে আমাদের। সমর্থকরা যাতে সুষ্ঠভাবে ম্যাচ দেখতে পারেন তাঁর চেষ্টা করব আমরা। আমাদের সেই পরিকাঠামো রয়েছে।
কর্তৃপক্ষের যে কাতারের ওপর আস্থা রয়েছে ফাইনালিসিমার ম্যাচ এখানে ফেলা সেটাই প্রমাণ করে দিচ্ছে। তিনি আরও জানান, কাতার ইতিমধ্যেই প্রথমবার ৪৮ দলের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আয়োজন করেছে। তবে সেই টুর্নামেন্টে এক ভেন্যুতেই অনুষ্ঠিত হয়েছিল ১০৪টি ম্যাচ। পাশাপাশি সম্প্রতি আয়োজিত হয়েছে এজিসিসিএফ অনূর্ধ্ব-১৭ গালফ কাপ। বর্তমানে কাতার আয়োজন করছে অনূর্ধ্ব-২৩ গালফ কাপ কাতার এবং একই সময়ে ফিফা আরব কাপ কাতারের বিরতির দিনগুলোতে ইন্টারকন্টিনেন্টাল কাপের শেষ তিনটি ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে।
ফিফা আরব কাপ কাতার শেষ হবে আগামী ১৮ ডিসেম্বর। ফাইনালিসিমা প্রসঙ্গে উয়েফা সভাপতি আলেক্সান্ডার চেফেরিন জানান, ‘এই ম্যাচ দুটি ফুটবল মহাদেশের ঐক্যের প্রতীক। ম্যাচ যে অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।' কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গেজ বলেন, ‘এই ম্যাচ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়। দুটি কনফেডারেশনের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্মানের প্রতীক। একই সঙ্গে এটি সমর্থকদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করার সুযোগ।’
