আজকাল ওয়েবডেস্ক : এলআইসি নিয়ে এল নতুন প্ল্যান। এখানে অনেক কম বয়সে আপনি নিজের টাকা তুলে নিতে পারবেন। নতুন এই প্ল্যান নিয়ে এখন সবার উৎসাহ তুঙ্গে। নতুন এই প্ল্যান যদি আপনি নিয়ে নেন তাহলে আপনার পুরোনো সব নিয়ম বজায় থাকবে।
এলআইসি বহু বছর ধরে নিজের সুনাম ধরে রেখেছে। তাই নতুন এই প্ল্যান তারা বয়স কমিয়ে দিয়েছে ৫ বছর। আগে যেখানে ৫৫ বছর বয়সে আপনি নিজের টাকা তুলতে পারতেন এখন সেটা কমিয়ে হয়েছে ৫০ বছর।
এই বিষয়ে এক এলআইসি কর্তা বলেন, দেশের অন্যতম সেরা প্রতিষ্টান হল এলআইসি। মানুষ বহু বছর ধরে এখানে নিজের টাকা বিনিয়োগ করে আসছে। দেশের মানুষ তাই একে একটি নির্ভরশীল প্রতিষ্টান হিসাবে দেখে। যেভাবে বয়স কমিয়ে দেওয়ার প্রকল্প নেওয়া হয়েছে তাতে সাধারণ মানুষ অনেক বেশি উপকার পাবেন।
শুধু তাই নয় এলআইসি তার নতুন পলিসি অনুসারে সবার কথা ভেবেছে। ফলে বয়স নিয়ে এই সিদ্ধান্ত গোটা দেশের মানুষের কাছে ভালো হবে। দেশের সকল মানুষ নিজের মত করে এই নতুন পলিসি ব্যবহার করতে পারবেন।
