আজকাল ওয়েবডেস্ক : আপনি কী কোথাও বিনিয়োগ করার কথা ভাবছেন। তাহলে আপনার জন্য পিপিএফ নিয়ে এসেছে এসবিআই। এখানে আপনি মাসে মাত্র আড়াই হাজার টাকা করে বিনিয়োগ করে হয়ে যেতে পারেন লাখপতি। ভাবছেন কীভাবে নিজের টাকা বাড়িয়ে তুলবেন। তাহলে জেনে নিন কীভাবে। 

 

বিভিন্ন সময় ব্যাঙ্ক তাদের সুদের হার পরিবর্তন করে। এর সরাসরি প্রভাব পড়ে সব গ্রাহকের ওপর। এসবিআই তাদের পিপিএফ স্কিম নিয়ে এসেছে সেই কারণে। এখানে সুদের হার মিলবে ৭. ১% করে। 

 

এখানে আপনার টাকা রাখতে পারেন অনলাইন করে বা অফলাইন করে। ব্যাঙ্ক গিয়ে আপনি এই একাউন্ট খুলতে পারেন। শুধু এসবিআই ব্যাঙ্ক আপনার একটি একাউন্ট থাকতে হবে। এর পাশাপাশি আপনি অনলাইন ব্যাঙ্ক এর সুবিধা নিয়ে নিজের এই বিশেষ একাউন্ট খুলতে পারেন। 

 

মাসে আড়াই হাজার টাকা করে যদি ১৫ বছর ধরে আপনি জমিয়ে যেতে পারেন তাহলে আপনি যে সুদ পাবেন সেটা নিয়ে আপনার ব্যাঙ্ক একাউন্ট টাকা হয়ে যাবে ৮ লক্ষ টাকার বেশি। 

 

যদি আপনার বয়স ১৮ বছরের বেশি হয় তাহলে আপনি শুধু ব্যাঙ্ক গিয়ে একটি একাউন্ট খুলে নিন। আর তারপর আপনি এই পিপিএফ একাউন্ট শুরু করে দিন। ১৫ বছরের মধ্যে আপনার কাছে আসবে ৮ লক্ষ টাকার বেশি।