আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরশুমে সোনার দাম ঊর্ধ্বমুখী। আসল কথা হল, বিয়ে বা অনুষ্ঠানে অল্প হলেও সকলে একটু সোনার গয়না কেনেন। তাই দোকানে যাওয়ার আগে সেইদিন সোনার দাম কত চলছে, তা জানতে চান। আর সকলেই একটু সস্তায় সোনা কিনতে চান। তাই হলুদ ধাতু কেনার আগে বাজার দর জেনে রাখাটা গুরুত্বপূর্ণ।
যেমন শুক্রবার ৬ ডিসেম্বর শহর কলকাতায় হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১ গ্রামের দাম ৭,৩১৫ টাকা। আর ১০ গ্রামের দাম ৭৩,১৫০ টাকা। যা বৃহস্পতিবারের চেয়ে সামান্য বেশি।
খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের এক গ্রামের দাম ৭,৭০০ টাকা। আর ১০ গ্রামের দাম ৭৭,০০০ টাকা। অন্যদিকে, পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের এক গ্রামের দাম হয়েছে ৭,৬৬০ টাকা। আর ১০ গ্রামের দাম ৭৬,৬০০ টাকা।
বৃহস্পতিবার যেমন হলমার্ক সোনার গহনার ২২ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৭৩,০০০ টাকা। খুচরো পাকা সোনার ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৭৬,৮০০ টাকা। আর পাকা সোনার বাটের ২৪ ক্যারাটের ১০ গ্রামের দাম ছিল ৭৬,৪০০ টাকা। অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার সামান্য হলেও বাড়ল দাম।
দেশের অন্যান্য শহরে সোনার দাম কেমন তাও জেনে নেওয়া যাক।
বেঙ্গালুরুতে গহনা সোনার প্রতি ১০ গ্রামের দাম ৬ ডিসেম্বর ৭৭,৭৮৫ টাকা। চেন্নাইয়ে দাম হয়েছে ৭৭,৭৯১ টাকা। দিল্লিতে দাম হল ৭৭,৯৪৩ টাকা। মু্ম্বইয়ে দাম দাঁড়িয়েছে ৭৭,৭৯৭ টাকা। পুণেতে দাম ৭৭,৮০৩ টাকা।
