আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকাল থেকে অনেকটাই চাঙ্গা হল শেয়ার বাজার। এদিন দিনের শুরুতেই সেনসেক্স একলাফে ৮০০ পয়েন্ট উপরে চলে যায়। ফলে একেবারে তার পয়েন্ট হয়ে যায় ৭৭,৫৩৭.১২। অন্যদিকে নিফটিও অনেকটা উপরের দিকে উঠে আসে। সেখানে দেখা যায় ৩,৫২৪.৬০ পয়েন্ট উপরের দিকে রয়েছে।


শনিবারই বাজেট পেশ করবেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তার আগে থেকেই খানিকটা চাঙ্গা হয়েছে দালাল স্ট্রিট। এদিন বিনিয়োগকারীরা খানিকটা হলেও বিনিয়োগের পথে হেঁটেছেন। ফলে খানিকটা স্বস্তি পেয়েছে ছোটো থেকে শুরু করে বড় সংস্থাগুলি। 


এদিন আইটি, অটো, কনজিউমার সংস্থাগুলি ভাল ফল করেছে। মার্কেটের পরিস্থিতি বুঝে প্রতিদিন সকলে বিনিয়োগ করে থাকেন। সেদিক থেকে দেখতে হলে বাজেটের আগের দিন বাজারের এই পরিস্থিতি সকলকে শান্তি দেবে। যদিও বাজেটের আগের সময় বাজার অনেকটাই নিচের দিকে চলে যাবে। তখন বাজেটের উপর নির্ভর করবে কীভাবে দেশের অর্থনীতি পরিবর্তিত হয়। তারপর থেকে ফের নতুন করে চাঙ্গা হয়ে উঠবে শেয়ার বাজার।

 


শেয়ার বিশেষজ্ঞরা মনে করছেন, বাজেটের দিকে সকলের নজর রয়েছে। কেন্দ্রীয় সরকার দেশের কোন খাতে কী ধরণের সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর নির্ভর করে বাজেট তৈরি করে থাকে। তাই বাজেটের পর শেয়ার বাজার ফের একবার উপরের দিকে উঠবে। প্রতিবারই এমন হয়। এবারেও তার ব্যতিক্রম হবে না। দেশের জিডিপি নির্ভর করবে বাজেটের উপর। তাই বাজেট পেশ হওয়ার পরই ফের নতুন করে খুলবে বাজার। 


বিভিন্ন ব্যাঙ্ক থেকে শুরু করে আইটি মার্কেট সবই বাজেটে থাকবে। ব্যাঙ্কের দিক থেকে কেন্দ্রীয় সরকার আগামীদিনে কোন ব্যবস্থা নেয় সেদিকে নজর রেখেই শেয়ার বাজারে উত্থান পতন ঘটবে। দেশের কর্পোরেট বিভাগে যদি ভাল কিছু ঘোষণা করা হয় তার সরাসরি প্রভাব পড়বে শেয়ার বাজারেও।