আজকাল ওয়েবডেস্ক: প্রতিদিন বাড়ছে সোনার দাম। সেদিক থেকে দেখতে হলে সোনা কেনা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। সোনার দাম এবার ১ লাখ টাকার ঘরে চলে যাবে। ফলে সেখানে ক্রেতারা বাড়তি সমস্যায় পড়বেন।
 
 প্রতিদিন যেভাবে সোনার দাম বাড়ছে সেখান থেকে সোনা থাকা যেন এক সম্পদের সমান। তবে এবার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে এক হাসির খবর। ১৯৮৯ সালে একটি সিনেমা বলিউডে এসেছিল। সেখানে বলিউড অভিনেতা শক্তি কাপুর একজন খলনায়কের চরিত্র করেছিলেন। সেই ছবির একটি ক্লিপ বর্তমানে ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেছিলেন সোনার দাম প্রতিদিন বাড়বে। এক তোলা সোনার দাম ৫ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার হবে। এরপর হবে ৬০ হাজার। তারপর হবে ১ লাখ টাকা।
 
 এই ছবির ভিডিও এখন ভাইরাল হয়েছে। ইতিমধ্যে এর সংখ্যা বাড়ছে। বহুদিন আগে বলিউডের বাবা ভাঙ্গা শক্তি কাপুর যে সোনার দাম কল্পনা করেছিলেন সেটাই এখন বাস্তবের আকার নিয়েছে। 
 
 বিশেষজ্ঞরা মনে করছেন যেভাবে সোনার দাম নিয়ে সেই সময় এই অভিনেতা কল্পনা করেছিলেন সেটাই বর্তমানে সত্যি হয়ে সামনে এসেছে। সোনার দাম ধীরে ধীরে এক লাখ টাকার দিকে এগিয়ে চলেছে। আগামী কয়েক মাসের মধ্যেই সোনার দাম এক লাখে চলে যাবে। ফলে বলিউডের বাবা ভাঙ্গা যা বলেছিলেন তার একেবারে হাতে কলমে মিলে যাচ্ছে।
Technical analyst Shakti kapoor predicted gold to touch 1 lakh ???? pic.twitter.com/HgHQhWPvto
— ASAN (@Atulsingh_asan)Tweet by @Atulsingh_asan
 
 ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে সকলে হাসাহাসিও করছেন। তবে সোনার দাম যেভাবে সকলের ঘুম কাড়ছে তা থেকে একে ফেলে দেওয়া যায় না।
 
 ২৪ ক্যারেট সোনার দাম এখন মাত্র ১,৬৫০ টাকা দূরে রয়েছে ঐতিহাসিক ১,০০,০০০ টাকার সীমা অতিক্রম করার। সপ্তাহান্তে সাময়িক বিরতির পর নতুন ট্রেডিং সপ্তাহের শুরুতেই সোনার দামে এই তীব্র উত্থান ঘটেছে। ভারতীয় সোনার বাজারে একটি বড় মাইলফলক হিসেবে প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ৯০,০০০ টাকার গণ্ডি অতিক্রম করেছে। ২০২৫ সালে এখন পর্যন্ত সোনার দাম ২৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে, যা এ বছরের শুরুতে সোনায় বিনিয়োগকারীদের জন্য দারুণ সংবাদ। তবে, খুচরা ক্রেতা এবং গয়না ক্রেতাদের জন্য, বিশেষ করে আসন্ন বিয়ের মরসুম এবং উৎসবের সময়ে, এই আকাশছোঁয়া দাম ক্রমশ অসাধ্য হয়ে উঠছে।
 
 ভারতে ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ৭৭০ টাকা বেড়ে ৯৮,৩৫০ টাকায় পৌঁছেছে। একইভাবে, ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ৭০০ টাকা বৃদ্ধি পেয়ে ৯০,১৫০ টাকায় দাঁড়িয়েছে। ১৮ ক্যারেট সোনার দামও ৫৭০ টাকা বেড়ে ১০ গ্রামে ৭৩,৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। এই প্রবণতা অনুসরণ করে, ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এখন ৯,৮৩,৫০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ৯,০১,৫০০ টাকা।
