আজকাল ওয়েবডেস্ক: প্যান নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রাপ্তবয়স্কদের প্যান থাকা বাধ্যতামূলক। কিন্তু অনেকেই বাচ্চাদের জন্য প্যান কার্ড বানান না। কিন্তু কোনও শিশুর প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই প্যান কার্ড বানানো জরুরি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ছাড়াও নানান কাজে প্রয়োজন প্যান নম্বর। 

 


এই প্যান নম্বর থাকলে কোনও শিশুর আর্থিক ভবিষ্যতের ভিত্তি স্থাপিত হয়। স্কলারশিপ পাওয়া সহজ হয়। অনেকে বাচ্চাদের জন্য বিমা করেন। সুবিধে হয় তাতেও। আয়কর বিভাগ আইনের ১৬০ নম্বর ধারা অনুযায়ী অপ্রাপ্তবয়স্কদের প্যান কার্ড থাকতেই পারে। অনেকক্ষেত্রে বাচ্চারা টাকা রোজগার করেন। সেক্ষেত্রে সুবিধে হয়। 

প্রথমত, বিনিয়োগ: মিউচুয়াল ফান্ড, স্টক বা অন্যান্য ক্ষেত্রে শিশুর নাম তালিকাভুক্ত করার জন্য একটি প্যান নম্বর প্রয়োজন।

দ্বিতীয়ত, স্বাধীন উপার্জন: অনেক শিশুই অভিনয়, খেলাধুলা কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে। এইভাবে অপ্রাপ্তবয়স্করা যে টাকা রোজগার করে তার ট্যাক্স দেওয়ার জন্য একটি প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।

তৃতীয়ত, বৃত্তি: অনেক বৃত্তি পান। সেই সুবিধে লাভের জন্য একটি প্যান কার্ড থাকা প্রয়োজন।

 

 


কীভাবে ১৮ বছরের কম বয়সী সন্তানের জন্য একটি প্যান কার্ড বানাবেন? কার্ডের জন্য আবেদন করতে, NSDL (National Securities Depositories Ltd) -এর পোর্টালে যান। সেখানে নতুন প্যানের জন্য অ্যাপ্লাই করুন। এরপর সম্পূর্ণ তথ্য দিন।  একজন অপ্রাপ্তবয়স্কের প্যান কার্ডের জন্য কী কী বিষয় লাগবে? নাবালকের বাবা-মায়ের ঠিকানা এবং পরিচয়ের প্রমাণপত্র দিলেই হবে। অভিভাবকের পরিচয়ের প্রমাণ হিসেবে আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা ভোটার আইডি জমা করতে হবে। আবেদন করা হয়ে গেলে মাত্র ১৫ দিনের মধ্যেই পেয়ে যাবেন বাচ্চার নতুন প্যান কার্ড।