আজকাল ওয়েবডেস্ক: ইক্যুইটি মিউচুয়াল ফান্ড হল আরেকটি দিক যেখান থেকে আপনি ভাল রিটার্ন পেতে পারেন। তবে সেখান থেকে আপনাকে ধৈর্য্য ধরে বিনিয়োগ করে যেতে হবে। তবে কোথায় কীভাবে বিনিয়োগ করবেন সেটা জানা সবার আগে দরকার। 


বন্ধন ব্যাঙ্কের ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে যদি ৩ বছরের হিসেবে চলেন তাহলে সেখান থেকে আপনার সিএজিআর থাকবে ৩৫.৪৮ শতাংশ। অন্যদিকে যদি ৫ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে আপনার সিএজিআর থাকবে ৩৫.৯৫ শতাংশ।


ইবেলউইস মিড ক্যাপ ফান্ডে যদি ৩ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে আপনার সিএজিআর থাকবে ৩১.৭১ শতাংশ। অন্যদিকে যদি ৫ বছরের হিসেবে চলেন তাহলে আপনার সিএজিআর থাকবে ৩৩.৯৫ শতাংশ।


ফ্রাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কস ফান্ডে যদি ৩ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে সিএজিআর থাকবে ৩০.০৭ শতাংশ। অন্যদিকে যদি ৫ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে আপনার সিএজিআর থাকবে ৩৪.০৯ শতাংশ।


এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটিস ফান্ডে যদি ৩ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে সিএজিআর থাকবে ৩২.২৯ শতাংশ। অন্যদিকে যদি ৫ বছরের হিসেবে থাকবে ৩১.৯৯ শতাংশ।


ইনভেসকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে যদি ৩ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে সিএজিআর থাকবে ৩২.৯২ শতাংশ। অন্যদিকে যদি ৫ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে সিএজিআর থাকবে ৩০.৬৬ শতাংশ।


ইনভেসকো ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে যদি ৩ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে সিএজিআর থাকবে ৩১.৯২ শতাংশ। অন্যদিকে যদি ৫ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে সিএজিআর থাকবে ৩৩.৫৭ শতাংশ।


মোতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ডে যদি ৩ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে সিএজিআর থাকবে ৩৫.২৬ শতাংশ। অন্যদিকে যদি ৫ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে সিএজিআর থাকবে ৩৬.২১ শতাংশ।


নিপুন ইন্ডিয়া গ্রোথ ফান্ডে যদি ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সিএজিআর হবে ৩১.০৫ শতাংশ। অন্যদিকে যদি ৫ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে পাবেন ৩২.২৮ শতাংশ।


নিপুন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে যদি ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সিএজিআর হবে ৩০.৪৯ শতাংশ। অন্যদিকে যদি ৫ বছরের হিসেবে চলেন তাহলে সেখানে পাবেন ৩৭.৪৫ শতাংশ।


কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে যদি ৩ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সিএজিআর হবে ৩১.৩৫ শতাংশ। যদি ৫ বছরের জন্য হিসেবে চলেন তাহলে সেখানে সুদের হার থাকবে ৪৩.৮৬ শতাংশ।


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নিতে হবে। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।