আজকাল ওয়েবডেস্ক: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম সাহেব শেখ। তাঁর বাড়ি সাগরদিঘি থানার বোখরা-২ গ্রাম পঞ্চায়েতের বেলসন্ডা গ্রামে। মৃতের পরিবার সূত্রে খবর, একমাস আগে কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল সাহেব।

 

শুক্রবার রাতে সাহেবের পরিবারের কাছে খবর আসে কেরালার কোনও একটি জায়গায় বাড়ি নির্মাণ করার সময় ইটের স্তুপ এবং পিলার চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন সাহেব। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। রবিবার রাতে সাহেবের মৃত্যু সংবাদ এসে পৌঁছায় তাঁর পরিবারের কাছে।

 

সাহেবের দাদা জানান, গ্রামে কোনও কাজ না পেয়ে পরিবারের আর্থিক হাল ফেরানোর জন্য এলাকার আরও বেশ কিছু যুবকের সঙ্গে কেরালায় কাজ করতে গিয়েছিল সাহেব। আমরা শুনেছি সেখানে একটি বাড়ি তৈরি করার সময় ইটের স্তুপে চাপা পড়ে গুরুতর আহত হয় সাহেব। সঙ্কটজনক অবস্থায় ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে ওর মৃত্যু হয়

 

মৃতের পরিবার সূত্রে খবর, কেরালার একটি হাসপাতালে সাহেবের ময়নাতদন্ত হচ্ছে। তারপর মুর্শিদাবাদে দেহ ফিরিয়ে আনা হবে। সাহেবের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে এখনও যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান তৈরি না হওয়ায় প্রচুর যুবককে ভিনরাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য।