আজকাল ওয়েবডেস্ক: ৯ দিনের মাথায় আদিবাসী তরুণী খুনে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃতের নাম অজয় টুডু।
মেয়েদের প্রতিবাদের রাত, মেয়েরা রাত দখল করো, ১৪ আগষ্ট রাতে পূর্ব বর্ধমানের নান্দুর গ্রামের ঝাপানতলায় নৃশংসভাবে খুন করা হয় তরুণীকে। প্ তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে এমএ পড়ছিলেন। খুন হওয়ার দু'দিন আগে গ্রামের বাড়িতে ফিরে আসেন বেঙ্গালুরু থেকে।
সন্ধেবেলায় বাড়ির পাশেই বাথরুম যাওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়েছিলেন। বেশকিছুক্ষণ পরে ফিরে না আসায় আশঙ্কা তৈরি হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যেই তাঁর দেহ উদ্ধার হয়।
পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। গত রবিবার সকাল থেকে ১৯ নম্বর জাতীয় সড়কের গাংপুর সংলগ্ন রাস্তায় অবরোধ করে আদিবাসীদের বেশ কয়েকটি সংগঠন। দীর্ঘক্ষণ অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।
শুক্রবার ঘটনায় অভিযুক্তর গ্রেপ্তার হয়। জেলা পুলিশ সুপার আমন দীপ বলেন, শনিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হবে। ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুর হলেও তাকে আজ পূর্ব মেদিনীপুর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
