আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। তার সঙ্গে কমবে দুর্যোগও। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে উত্তরবঙ্গে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক এলাকা। নেমেছে ধসও। অবশেষে হাওয়া অফিসের পূর্বাভাস স্বস্তি দেবে উত্তরবঙ্গকে। একদিকে উত্তরবঙ্গ যেমন ভাসছে অন্যদিকে, দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।


আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর বর্তমানে অবস্থান করছে। এর প্রভাবে বড়জোর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়তে পারে শহর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায়। শনিবার পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বাতাসে জলীয় বাষ্পের বেশি হওয়ায় আর্দ্রতা বাড়বে। গত বুধবার পর্যন্ত গরম পড়লেও বৃহস্পতিবার থেকে শহর এবং পার্শ্ববর্তী জেলায় বৃষ্টি হওয়ায় খানিকটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। এবার আগামী সাত দিনে ফের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।