আজকাল ওয়েবডেস্ক: ভোট মিটেও মিটছে না। দীর্ঘ লোকসভা নির্বাচন পর্ব মিটলেও, এখনও রাজ্যে রেশ নির্বাচনের। আগামী ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভায় উপনির্বাচন। মানিকতলা বিধানসভায় সাধন পাণ্ডের পর তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডের উপরই যে দলনেত্রী আস্থা রাখছেন সে ইঙ্গিত মিলেছে আগেই। শুক্রবার ৪ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জে তৃণমূলের প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, লোকসভা ভোটের পরও রানাঘাট দক্ষিণে বিধানসভাতেও ঘাসফুল শিবিরের বাজি মুকুটমণি অধিকারী, মানিকতলায় প্রার্থী সুপ্তি পাণ্ডে এবং বাগদায় তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বাগদার প্রার্থী নির্বাচন বেশ গুরুত্বপূর্ন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। মধুপর্ণা ঠাকুর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরের মেয়ে। উল্লেখ্য লোকসভা ভোট লড়ার জন্যই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বাগদাদ বিধায়ক বিশ্বজিৎ দাস।