আজকাল ওয়েবডেস্ক: গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে এসে মৃত্যু হল ভিন রাজ্যের এক তীর্থযাত্রীর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মিতু মণ্ডল (৫১)। তাঁর বাড়ি আসামের সোনিতপুর জেলায়।
মোক্ষলাভের আশায় আসাম থেকে একাই গঙ্গাসাগর মেলায় এসেছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে গঙ্গাসাগরের তিন নম্বর স্নানঘাটের কাছে আচমকাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন ওই তীর্থযাত্রী।
বিষয়টি নজরে আসতেই স্বেচ্ছাসেবক ও হ্যাম রেডিও সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে সাগর অস্থায়ী হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপর প্রশাসনের তরফ থেকে শুরু হয় মৃত তীর্থযাত্রীর পরিচয় ও পরিবারের খোঁজে অনুসন্ধান। এই গুরুত্বপূর্ণ দায়িত্বে এগিয়ে আসে হ্যাম রেডিও সদস্যরা।
ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের নেতৃত্বে মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করার কাজ শুরু হয়। মৃতের কাছে থাকা একটি মাদুলি দেখে প্রাথমিকভাবে অনুমান করা হয় তিনি আসামের বাসিন্দা।
এরপর আসাম হ্যাম রেডিওর সহায়তায় অনুসন্ধান চালিয়ে অবশেষে মৃত তীর্থযাত্রীর পরিবারের সন্ধান পাওয়া যায়। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং জরুরি পরিস্থিতিতে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা গঙ্গাসাগরে রওনা দেন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তাঁরা বুধবার গঙ্গাসাগরে পৌঁছবেন। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান, ‘গঙ্গাসাগর মেলায় আসামের এক বাসিন্দা স্নান করতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। আমরা তাঁকে উদ্ধার করে অস্থায়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং হ্যাম রেডিওর মাধ্যমে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় পরিবারের সদস্যরা শীঘ্রই গঙ্গাসাগরে পৌঁছবেন।’ মোক্ষলাভের আশায় গঙ্গাসাগরে এসে এই তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াত নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে পরিষেবা বাড়াল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
নির্ধারিত ২৩টি ট্রেনের পাশাপাশি যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে আরও ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। এর ফলে গঙ্গাসাগর মেলায় যাওয়ার জন্য মোট ট্রেন পরিষেবার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭টি।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাকদ্বীপ ও নামখানা রুটে যাত্রীসংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিটি ট্রেনে গড়ে আড়াই হাজারেরও বেশি যাত্রী মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে রেল সূত্রে জানা গিয়েছে। অতিরিক্ত ট্রেনের সময়সূচি নিচে দেওয়া রইল:
৩৪৭২২ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (সকাল ৮.১৫) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
৩৪৭২৬ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (সকাল ১১.০২) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
৩৪৭৩০ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (দুপুর ১২.৫০) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
৩৪৭৩৬ শিয়ালদহ–লক্ষ্মীকান্তপুর লোকাল (বিকেল ৩.৫০) — নামখানা পর্যন্ত সম্প্রসারিত
