আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস আগেই ছিল। শনিবার ভোর থেকেই শুরু হয়েছে বিভিন্ন জেলায় ঝিরিঝিরে বৃষ্টি। মাঝে মধ্যে বইছে ঝোড়ো হাওয়া। মধ্য অগ্রহায়ণে আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত কৃষকদের। পাকা ধান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখছেন তাঁরা। ঋণের টাকা পরিশোধ করবার ভয় চোখেমুখে। 

নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির মধ্যেই, হাওড়া জেলাতেও ভোর থেকে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। গ্রামীণ হাওড়া, উলুবেড়িয়া, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতায় হালকা বৃষ্টি হয়েছে। এখন পাকা ধান কাটার মরশুম। ঝোড়ো হাওয়ায় অনেক জায়গায় ধান পড়ে গিয়েছে। কোথাও আবার আগেই ধান কেটে মজুত করা হয়েছে। সেই সমস্ত ধান বৃষ্টিতে নষ্ট হতে পারে। 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, সপ্তাহান্তে হালকা বৃষ্টি হবে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এতে করে মাথায় হাত কৃষকদের।  হালকা বৃষ্টি হচ্ছে, আকাশের মুখ ভার। ওঁদের কথায়, পুজোর আগে একটানা বৃষ্টিতে বিশাল ক্ষতি হয়েছে চাষের। তারপর আবার শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আকাশের মুখভার। জমিতে এখন পাকা ধান। ইতিমধ্যে জমির ধান পড়ে গিয়েছে। এরপর জল জমলে ধান নষ্ট হয়ে যাবার আশঙ্কা করছেন কৃষকরা।