আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দুই অভিযুক্তের বিরুদ্ধে আগামী ১১ই নভেম্বর থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ। জঙ্গিপুর আদালতের মুখ্য সরকারি আইনজীবী সমীর চ্যাটার্জি বৃহস্পতিবার বলেন, ‘এই ঘটনায় জড়িত দুই অভিযুক্ত ব্যক্তিকে বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশনস জাজ অমিতাভ মুখার্জির এজলাসে পেশ করা হয়েছিল। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বিচারক’।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফারাক্কার বছর দশেকের এক নাবালিকা। কয়েক ঘন্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার বস্তাবন্দী দেহ। নাবালিকাকে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দীনবন্ধুকে ব্যাপক মারধর করেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে গ্রেপ্তার করে। জেরায় দীনবন্ধু জানায়, শুভ হালদার নামে আরও এক যুবক তার সঙ্গে খুনের ঘটনায় যুক্ত ছিল।
ফারাক্কা থানার পুলিশ এরপর শুভকেও গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে খুন, তথ্যপ্রমাণ লোপাট এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। মাত্র ২১ দিনের মাথায় দুই অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ফারাক্কা থানার পুলিশ। মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে বিভাস চ্যাটার্জিকে নিয়োগ করা হয়েছে।
