আজকাল ওয়েবডেস্ক: বিচারকের সামনেই নিজের গলায় ব্লেড চালালেন বিচারধীন বন্দি। হুলুস্থুল কাণ্ড হাওড়া সেশন কোর্টে। ওই বিচারাধীন বন্দিকে গুরুতর জখম অবস্থায় নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বন্দির নাম মঙ্গেশ বাদলিয়া যাদব। 

 

 

হাওড়া স্টেশনের বাইরে এক মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ রয়েছে মঞ্জেশ বাবলিয়া যাদব -এর বিরুদ্ধে। বুধবার দিন হাওড়া আদালতে তারই ট্রায়াল শুরু হয়েছিল। সেই সময় হঠাৎ পকেট থেকে ব্লেড বার করেন তিনি এবং নিজের গলায় চালিয়ে দেন বলে অভিযোগ। ভরা এজলাসে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

 

 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, মুম্বইয়ে একটি হোটেলে কাজ করতেন মুঙ্গেশ এবং বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা এক মহিলার। প্রেমঘটিত কারণে মুঙ্গেশ হাওড়া স্টেশনে ব্যাগ থেকে ছুরি বের করে ওই মহিলার পেটে ঢুকিয়ে দেন। গোলাবাড়ি থানার পুলিশ তদন্তে নেমে মুম্বইবাসী মঙ্গেশকে গ্রেপ্তার করে। হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দি ছিলেন মুঙ্গেশ। সেই মামলার শুনানিতেই বুধবার অভিযুক্তকে হাওড়া সেশন কোর্টের সেকেন্ড এডিজের এজলাসে হাজির করানো হয়। আদালত চত্বরে নিজের গলায় ব্লেড চালান বলে অভিযোগ। এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে বিচারধীন বন্দির হাতে ব্লেড এল কীভাবে।