এসআইপি মানেই হল আপনাকে দীর্ঘসময় ধরে বিনিয়োগের পথে যেতে হবে। সেই তালিকায় বেশ কয়েকটি মিড ক্যাপ ফান্ড থাকে যেখানে বিনিয়োগ করলে ভাল লাভ থাকে।
2
9
বিগত ১০ বছরের হিসেব থেকে দেখা যায় ভারতের বেশ কয়েকটি মিড ক্যাপ ফান্ডের পারফরম্যান্স বেশ ভাল। ফলে সেখান থেকে তারা ভাল টাকা রিটার্ন হিসেবে দিতে পারে।
3
9
আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিড ক্যাপ ফান্ডে টিআরআই থাকে ১৫০। বিগত বছরের ডিসেম্বর পর্যন্ত এখানে মোট সম্পদের পরিমান ছিল ৭ হাজার ১৩২.০৪ কোটি টাকা।
4
9
কোটাক মিডক্যাপ ফান্ডে এইউএম থাকে ৬০ হাজার ৪৭৯.৬৫ কোটি টাকা। এখানে বিনিয়োগ করলেই সেখান থেকে ভাল রিটার্ন পেতে পারেন।
5
9
এইচডিএফসি ব্যাঙ্কের এইউএম থাকে ৯২ হাজার ৬৪১.৫৫ কোটি টাকা। বিগত ১০ বছরে এখান থেকে ভাল লাভ পাওয়া যেতে পারে।
6
9
কোয়ান্ট মিড ক্যাপ ফান্ডের এইউএম থাকে ৮ হাজার ৫৭.৩৬ কোটি টাকা। এখানে ১০ বছরের বিনিয়োগ ভাল রিটার্ন দেবে।
7
9
ইনভেসকো ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে এইউএম রয়েছে ১০ হাজার ৬.৩০ কোটি টাকা। এখানে মাসিক এসআইপি আপনাকে ভাল লাভ দিতে পারে।
8
9
টানা ১০ বছর ধরে যদি এখানে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভ আসবে। সেখানে মাসে আপনাকে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে।
9
9
এসআইপি মানেই হল আপনাকে দীর্ঘসময় ধরে বিনিয়োগের মানসিকতা থাকতে হবে। নাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসবে না। তবে বিনিয়োগের আগে সমস্ত তথ্য ভাল করে দেখে নেবেন।