বলিউড অভিনেতা বরুণ ধওয়ানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়ের গতিতে ভাইরাল। 'বর্ডার ২' ছবির ঘোষণার পর থেকে তিনি চর্চায় থাকলেও, এবার তাঁর হাসিমুখ নিয়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। তবে ট্রোলারদের মোক্ষম জবাব দিতে বরুণ যে পথ বেছে নিলেন, তা দেখে হতবাক নেটদুনিয়া।
2
5
সম্প্রতি একটি অনুষ্ঠানে বরুণের হাসিমুখের একটি ছবি ক্যামেরাবন্দি হয়, যেখানে তাঁকে বেশ অন্যরকম দেখাচ্ছিল। নেটিজেনদের একাংশ সেই ছবি নিয়ে মশকরা শুরু করেন।
3
5
মাঝে মধ্যে কেউ তাঁকে বিদ্রুপ করেন, আবার কেউ তাঁর লুক নিয়ে কুরুচিকর মন্তব্য করতেও ছাড়েননি। সাধারণত তারকারা এই ধরনের ট্রোলিং এড়িয়ে চলেন অথবা রেগে যান, কিন্তু বরুণ হাঁটলেন উল্টো পথে।
4
5
তিনি নিজেই নিজের সেই হাসির ছবি ভাগ করে ট্রোলারদের সঙ্গে তাল মেলান। মজার ছলে তিনি নিজেই নিজের 'খিল্লি' ওড়ালেন। তিনি বলেন, "জানি, আমার হাসিটা ট্রেন্ডিং।" তাঁর এই স্পোর্টিং মানসিকতা দেখে নেটিজেনরা এখন ধন্য ধন্য করছেন। ট্রোলিংকে কীভাবে নিজের সুবিধায় ব্যবহার করে 'মাস্টারক্লাস' দেওয়া যায়, বরুণ যেন সেটাই দেখিয়ে দিলেন।
5
5
সমাজমাধ্যমে অনেকেই বলছেন, বরুণের নেতিবাচকতাকে ইতিবাচকতায় বদলে দেওয়ার এই কৌশল সত্যিই প্রশংসনীয়।