ফিক্সড ডিপোজিটে মানেই হল সকলের কাছে একটি ভরসার জায়গা। সেখানে সকলের প্রধান ভরসা থাকে দেশের বিভিন্ন ব্যাঙ্কের দিকেই।
2
9
জানুয়ারি মাস থেকেই দেশের কয়েকটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করেছে। যদি এগুলি জানা থাকে তাহলে সেখান থেকে নিজের হিসেবমতো বিনিয়োগ করতে পারবেন।
3
9
কানারা ব্যাঙ্কে জেনারেল সিটিজেনরা পাবেন ৩ শতাংশ। সেখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭ শতাংশ। এটি ছিল ৩ শতাংশ এবং ৬.৫০ শতাংশ।
4
9
জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা পাবেন ৮ শতাংশ। সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৪.৫০ শতাংশ করে সুদ।
5
9
ব্যাঙ্ক অফ বারোদায় জেনারেল সিটিজেনরা পাবেন ৪ শতাংশ করে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.০৫ শতাংশ করে সুদ।
6
9
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে জেনারেল সিটিজেনরা পাবেন ২.৬ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৬৫ শতাংশ করে সুদ।
7
9
তামিলনাড মার্চেন্টাইল ব্যাঙ্কে জেনারেল সিটিজেনরা পাবেন ৪ শতাংশ করে সুদ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ করে সুদ।
8
9
অন্যদিকে স্মল ফিনান্স ব্যাঙ্ক, স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক, সূর্যোদল স্মল ফিনান্স ব্যাঙ্কেও সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.১০ শতাংশ করে সুদ। ফলে এখানেও বিনিয়োগ করতে পারেন।
9
9
ফিক্সড ডিপোজিটে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভ পাবেন। সেখানে প্রতিটি ব্যাঙ্কের সুদের হার জানা থাকলে লাভের মুখ দেখতে পারবেন।