রাজ্যে ধীরে ধীরে শীতের প্রকোপ কমছে। মকর সংক্রান্তিতে কলকাতার পারদ ছিল ১৩ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকবে। তবে আপাতত জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই।
2
6
বৃহস্পতিবার রাজ্যজুড়ে মূলত শুষ্ক আবহাওয়া বজায় ছিল। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এক দুটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলেছে। সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
3
6
দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম থেকে উল্লেখযোগ্যভাবে কম ছিল। উত্তরবঙ্গের এক–দু’টি স্থানে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছিল। পাশাপাশি, উত্তরবঙ্গের কিছু এলাকায় তাপমাত্রা খানিকটা বেড়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
4
6
বৃহস্পতিবার রাজ্যের পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে এদিন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের কথায়, আপাতত ১৯ তারিখ পর্যন্ত রাজ্যে জোরালো শীতের স্পেল দেখা যেতে পারে।
5
6
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নীচেই থাকবে পারদ। অর্থাৎ মাঘ মাসের শুরুর ক’দিন জাঁকিয়ে শীত পড়বে। সক্রিয় থাকবে উত্তুরে হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও ঠান্ডার আমেজ থাকবে।
6
6
কলকাতায় আপাতত আগামী ৫–৬ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২–১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আরও কয়েক দিন শহরে শীতের ভরপুর আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম।