আজকাল ওয়েবডেস্ক: ঘোড়দৌড় চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। ক্যানিং থানার অন্তর্গত আমতলা মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার ঘোড়দৌড়ের সময় এক নাবালক সহিসকে কামড়ে তুলে নেয় পিছনে থাকা আরেকটি ঘোড়া। সেই অবস্থাতেই ঘোড়ার মুখে ঝুলতে ঝুলতে কয়েকশো মিটার পর্যন্ত ছুটে যায় ঘোড়াটি। মর্মান্তিক এই ঘটনা ক্যামেরাবন্দি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দৌড় চলাকালীন আচমকাই একটি ঘোড়া উত্তেজিত হয়ে পড়ে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা এক নাবালককে মুখে কামড়ে ধরে দৌড়াতে শুরু করে।
ছুটন্ত ঘোড়ার মুখে ঝুলতে থাকা শিশুটিকে দেখে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত মানুষজন শিশুটির আর্তনাদ শুনে দৌড়ে আসেন।
ঘটনাটি ঘটে আমতলার একটি ব্যস্ত এলাকায়, যেখানে সেই সময় বহু মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের একাংশ ঘোড়াটির পিছু নেন, কেউ কেউ লাঠি ও দড়ির সাহায্যে সেটিকে থামানোর চেষ্টা করেন।
প্রায় কয়েক মিনিটের চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় ঘোড়াটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গুরুতর আহত অবস্থায় নাবালকটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।
পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নাবালকের শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে।
বিশেষ করে পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং একটি অংশ থেকে মাংস উঠে এসেছে। বর্তমানে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আহত নাবালকটি নিজেও ঘোড়ার সহিস ছিল এবং কামড় খাওয়ার পরেও সে নিজের ঘোড়ার লাগাম শক্ত করে ধরে রেখেছিল। তাদের মতে, সেই কারণেই বিপদের মাত্রা কিছুটা কম হয়েছে।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নিয়ন্ত্রণহীনভাবে ঘোড়া চলাচল করলেও প্রশাসনের তরফে যথাযথ নজরদারি নেই। ভবিষ্যতে এমন ঘটনা আবারও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘোড়াটির মালিককে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আহত নাবালকের পরিবারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। এই আকস্মিক ঘটনায় এখনও আতঙ্কের মধ্যে রয়েছেন আমতলার বাসিন্দারা।
