যারা পোস্ট অফিসে নিজেদের অল্প বিনিয়োগ করতে চান তাদের কাছে পোস্ট অফিস একটি ভরসার জায়গা। এখানে যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভের আশা থাকে।
2
8
পোস্ট অফিসে রয়েছে পিপিএফ, এনএসসি, সুকন্যা সমৃদ্ধি যোজনা। এগুলি বাকিদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তাই বিনিয়োগ করতে পারেন এখানেই।
3
8
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এই সবকটি স্কিমেই ভাল সুদ রয়েছে। এগুলি পরিবর্তন করা হয়নি। ফলে সাধারণ মানুষ স্বস্তি পেয়েছেন।
4
8
সুকন্যা সমৃদ্ধি যোজনাতে যদি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সুদ পাবেন ৮.২ শতাংশ করে। বাড়ির মেয়েদের জন্য এটি একটি ভাল দিক।
5
8
অন্যদিকে যদি পিপিএফে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সুদ পাবেন ৭.১ শতাংশ করে। এটিও জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে একই সুদ দেবে।
6
8
কিষাণ বিকাশ পত্রে সুদ পাওয়া যাবে ৭.৫ শতাংশ। এটির সময় রয়েছে ১১৫ মাস। পাশাপাশি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে থাকছে ৭.৭ শতাংশ।
7
8
প্রতি কোয়ার্টার শেষ হলেই সেখান থেকে এই সুদ পাওয়া যাবে। ফলে নতুন করে চিন্তায় দরকার নেই। যে সুদ ছিল সেই হারেই সুদ মিলবে।
8
8
পোস্ট অফিস হল সকলের কাছে বিরাট স্বস্তির জায়গা। সেখানে আপনি নিশ্চিত হয়েই বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগের আগে সমস্ত তথ্য দেখে নেবেন।