মিল্টন সেন,হুগলী: বাংলার প্রাপ্য বকেয়া, একশ দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকার দাবিতে সিঙ্গুরের রাস্তায় তৃণমূল কংগ্রেস। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে হল মহামিছিল। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক করবী মান্না। রবিবার বিকেলে সিঙ্গুরের দলুইগাছা হোটেলধার থেকে মিছিল শুরু হয়ে সিঙ্গুরের কল্পনা সিনেমা হল সংলগ্ন এলাকায় শেষ হয়। জনসভায় বক্তব্য রাখেন বেচারাম মান্না ও করবী মান্না। এদিন মন্ত্রী বলেন,
"আন্দোলনের রাস্তাই পথ দেখাবে। এই লড়াই, আন্দোলন ২০২৪ সালের লড়াই আন্দোলনের পথ দেখাবে।" উপস্থিত সকলের উদ্দেশে বলেন, "আপনারাই আগামী দিনের লড়াইয়ের পথ দেখাবেন। আমরা তৈরি হচ্ছি আগামী দিনের জন্য। আমাদের লড়াইয়ে জিত হবে। নরেন্দ্র মোদি সরকারের পতন হবেই।"
"আন্দোলনের রাস্তাই পথ দেখাবে। এই লড়াই, আন্দোলন ২০২৪ সালের লড়াই আন্দোলনের পথ দেখাবে।" উপস্থিত সকলের উদ্দেশে বলেন, "আপনারাই আগামী দিনের লড়াইয়ের পথ দেখাবেন। আমরা তৈরি হচ্ছি আগামী দিনের জন্য। আমাদের লড়াইয়ে জিত হবে। নরেন্দ্র মোদি সরকারের পতন হবেই।"
