আজকাল ওয়েবডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এখন ১-১।
আজ হিমাচল প্রদেশে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি। কিন্তু তার আগেই গৌতম গম্ভীর ও হার্দিক পাণ্ডিয়ার মতো লেগে গিয়েছে বলে খবর।
দ্বিতীয় টি-টোয়েন্টির পরে ভারতীয় ড্রেসিং রুমের ভিতরের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের হেডস্যর গৌতম গম্ভীর ও হার্দিক পাণ্ডিয়া নিজেদের মধ্যে কথা বলছেন। পাণ্ডিয়া ভারতীয় টি-টোয়েন্টি দলের ভাইস ক্যাপ্টেন।
যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, তার শব্দ নেই। ফলে কোন বিষয়ে তাঁদের মধ্যে কথা হচ্ছে সেটা পরিষ্কার নয়। কিন্তু কথোপকথনের সময়ে দুই ব্যক্তিত্বের শরীরী ভাষা নিয়ে সোশ্যালমিডিয়ায় শুরু হয়ে গিয়েছে চর্চা।
দক্ষিণ আফ্রিকার ২১৩ রান তাড়া করতে নেমে ভারত থেমে যায় ১৬২ রানে। হার্দিক পাণ্ডিয়া যখন ব্যাট করতে নামেন, তখন তাঁর কাছ থেকে রান চাইছিল দল। কিন্তু ২৩ বলে ২০ রান করেন হার্দিক। তিনি রানের গতি বাড়াতে পারেননি।
অথচ কটকে এই হার্দিক পাণ্ডিয়াই ২৮ বলে ৫৯ রান করেছিলেন। ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। দুটো ম্যাচে সম্পূর্ণ দু'ধরনের হার্দিক পাণ্ডিয়াকে দেখা গেল।
টেস্টে হারের পরে গৌতম গম্ভীরের দিকে ধেয়ে এসেছে সমালোচনা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পরেও একই ভাবে ভারতের হেডস্যরের দিকে উড়ে এসেছে সমালোচনার ঝড়।
ভারতের দলগঠন নিয়েও প্রশ্ন রয়েছে। কেন শুভমান গিল? সঞ্জু স্যামসন কেন দলে জায়গা পাচ্ছেন না, সেই সব প্রশ্নও উঠছে।
যতক্ষণ দল জিতছে, ততক্ষণ দুর্বলতা চোখে পড়ে না। কিন্তু দল হারতে শুরু করলেই চোখে পড়ে রক্তাল্পতা। দলের ভিতরের কথা বেরিয়ে আসে। ঠিক যেমন দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পরে ড্রেসিং রুমের ভিতরে গৌতম গম্ভীর ও হার্দিক পাণ্ডিয়ার আলোচনা প্রকাশ্যে এসে গিয়েছে। কী কথা হচ্ছিল কেউ জানেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখার পরে অনেকেই মনে করছেন দূরত্ব বেড়েছে হেডস্যর আর হার্দিকেরও। শুধু রো-কো নন, গম্ভীরের সঙ্গে এবার লেগে গেল হার্দিকেরও।
