এক দাদার যত্নসহকারে তাঁর চার বোনকে আগলে রাখার গল্প বলছে জি বাংলার ধারাবাহিক 'দাদামণি'। দাদা 'সোম'-এর ভূমিকায় অভিনয় করেছেন প্রতীক সেন। মা সন্তানদের ছেড়ে চলে গিয়েছে, আর বাবা মদ্যপ। তাই বোনেদের কাছে বাবা-মা উভয়ই 'সোম' অর্থাৎ প্রতীক সেন। 

 


শুধু দাদা-বোনের সম্পর্কের বন্ধনই নয়, এই ধারাবাহিক বলছে মিষ্টি প্রেমের কাহিনিও। গল্পের নায়িকা পার্বতীকে ছোট থেকেই ভালবাসে সোম। কিন্তু মুখ ফুটে বলতে পারছেনা। বড় হয়েও সোমের ভালবাসা একইরকম পার্বতীর প্রতি। তবে এবার পার্বতীর অমতে তার বিয়ে ঠিক করে পার্থসারথি। কিন্তু ঘটনাচক্রে পার্বতীর সঙ্গে বিয়ে হয়ে যায় সোমের। কিন্তু এখন সোম ও পার্বতীর প্রেমকাহিনি দেখতে পারছেন দর্শক। যা গল্পের মোড়ে একটু একটু করে আরও মজবুত হচ্ছে। 

 

 

গল্পে স্নেহের বোনেদের বড় করে ভাল ঘরে বিয়ে দেওয়াই সোমের লক্ষ্য। আর সেই লক্ষ্যপূরণে সোমের পাশে দাঁড়ায় বড়বোন রত্না। সে পেশায় একজন স্কুল শিক্ষিকা। নিজের একটা স্কুল গড়ে কোলার স্বপ্ন রয়েছে দুচোখে। যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদেরকে শিক্ষিত করতে চায় রত্না। 

 


মেজবোন রেশমি একজন খাদ্যপ্রেমী। সে আবার খাবার দেখলেই ঝাঁপিয়ে পড়ে। ইংরেজিটা অতটা ভাল নয়, কিন্তু ফড়ফড় করে ইংরাজি বলতে সে একেবারে মরিয়া। সোমের সেজবোন রানী হল পরিবারের স্তম্ভ, যাকে বলে হোম মিনিস্টার। বেড রুম থেকে রান্নাঘর তার দখলে। কিন্তু কিছুদিন আগে রানীর সঙ্গে ঘটে যায় এক অঘটন। ষড়যন্ত্র করে রানীকে সিঁদুর পরিয়ে বিয়ে করে প্রতাপ। 

 


বোনের সঙ্গে হওয়া এমন অবিচারের প্রতিশোধ এখনও নিতে পারেনি সোম। এরমধ্যেই পরিবারে সকলের ছোটবোন রিমলির সঙ্গে ঘটে আরেক অঘটন। প্রতাপের লোকেরা রিমলিকে কিডন্যাপ করে। তাকে একটা বন্ধ ঘরে আটকে রাখে। এদিকে, সোম ও পার্বতী রিমলিকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ রাস্তায় রিমলির চুলের ফিতে পড়ে থাকতে দেখে পার্বতী। সোমকে নিয়ে পৌঁছে যায় রিমলির কাছে। রিমলিকে উদ্ধার করতে যাওয়ার সময় সোম-পার্বতী দেখে রিমলির পায়ের কাছে টাইম বোম রাখা আছে।  

 


কী হবে এবার? রিমলির সঙ্গে মরণ ফাঁদে পা দিল সোম-পার্বতীও! সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমো দেখে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে। কীভাবে এই মরণ ফাঁদ থেকে রিমলিকে নিয়ে বেঁচে ফেরে সোম-পার্বতী, সেটাই দেখার। 

 

প্রসঙ্গত, প্রতি সপ্তাহে মোটামুটি টিআরপিতে এক থেকে দশের মধ্যে থাকে 'দাদামণি'। শুরু থেকেই দর্শকের মনে জায়গা করেছে এই মেগা। তাই গল্পের নিত্যনতুন মোড়ে কী চমক আসবে, সেই অপেক্ষায় থাকেন দর্শক।