টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আত্মঘাতী জনপ্রিয় অভিনেতা
কেরালা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ৩০ বছর বয়সেই আত্মঘাতী হলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা অখিল বিশ্বনাথ। 'চোলা' ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত এই তরুণ অভিনেতাকে শুক্রবার রাতে তাঁর নিজ বাসভবনেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সূত্রে জানা খবর, অভিনেতা কট্টালির একটি মোবাইল দোকানের মেকানিকের কাজ করতেন। তবে কিছুদিন ধরেই তিনি কর্মক্ষেত্রে যাচ্ছিলেন না। শুক্রবার সকালে অখিলের মা গীতা যখন কাজের জন্য বের হচ্ছিলেন, তখনই তিনি ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি দেখেন মর্মান্তিক দৃশ্য। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, সম্প্রতি অখিলের বাবা একটি বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। পারিবারিক সমস্যা ও পেশাগত হতাশা—এই দুইয়ের চাপেই কি তরুণ অভিনেতা এমন চরম সিদ্ধান্ত নিলেন? সেই প্রশ্নই এখন ঘুরছে কেরালার বিনোদন মহলে।
বাগদান সেরেছেন অর্জুন রামপাল?
অর্জুন রামপাল এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস-এর সম্পর্ক এবং বিয়ে নিয়ে সম্প্রতি বলিউডে ফের নতুন করে জল্পনা শুরু হয়েছে। একটি সাক্ষাৎকারে জুটি ইঙ্গিত দিয়েছেন বাগদানের। যদিও তাঁরা জানিয়েছেন, তাঁরা এখনও পর্যন্ত আইনসম্মতভাবে বিবাহিত নন। এই জুটির স্পষ্ট বক্তব্য হল, তাঁরা বিশ্বাস করেন না যে ভালবাসার সম্পর্কের বৈধতার জন্য কোনও ‘কাগজের টুকরো’ (বিবাহের আইনি দলিল) প্রয়োজন। তাঁদের মতে, তাঁরা ইতিমধ্যেই মনে মনে বিবাহিত। এর চেয়ে বেশি কোনও সামাজিক স্বীকৃতির দরকার নেই। এ প্রসঙ্গে আগে গ্যাব্রিয়েলা এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমরা তো আগেই বিয়ে করে ফেলেছি। আমাদের হৃদয় মিলে গেছে—আর কী চাই? একটি কাগজের টুকরো কি এর চেয়ে বেশি বৈধতা দিতে পারে? আমার মনে হয় না, এবং অর্জুনও এমনটাই মনে করে।"
মাঝরাতে শো-টাইম বাড়ল 'ধুরন্ধর'-এর
বক্স অফিসে সাফল্যের নতুন ইতিহাস রচনা করেছে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন-ড্রামা 'ধুরন্ধর'। মুক্তির পর থেকেই ছবিটির প্রতি দর্শকদের বিপুল আগ্রহ লক্ষ করা যাচ্ছে, যার ফলস্বরূপ এবার দেশের 'মেট্রো সিটি'গুলিতেও সিনেমা হলগুলি নতুন শো যোগ করতে বাধ্য হয়েছে। জানা যাচ্ছে, দর্শকের চাহিদার কারণে মহারাষ্ট্রের মুম্বই এবং পুনের সিনেমা হলগুলিতে মাঝরাতের শো চালু করা হয়েছে। প্রখ্যাত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ তাঁর সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই ছবি এখন কার্যত 'রাউন্ড দ্য ক্লক' চলছে। মুম্বইয়ের বিভিন্ন প্রেক্ষাগৃহে 'ধুরন্ধর'-এর নতুন শো শুরু হচ্ছে রাত ১২:৪৫ থেকে। অন্যদিকে, পুনেতেও সিনেপ্রেমীদের জন্য শো চালু হয়েছে রাত ১২:২০ থেকে। শুধু মাঝরাত নয়, কোথাও কোথাও দর্শকদের চাপের ফলে সকাল ৭:২০ থেকেও প্রদর্শনী শুরু হচ্ছে, যা বলিউডের ক্ষেত্রে এক বিরল ঘটনা।
